নিজস্ব প্রতিবেদক

রপ্তানিমুখী পোশাক শিল্প ও সিরামিক শিল্পের পর এবার ওষুধ শিল্পে যাত্রা শুরু করল ডিবিএল গ্রুপ। প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে ওষুধ উৎপাদন কারখানা উদ্বোধন করল প্রতিষ্ঠানটি। গাজীপুরের কাশিমপুরে নির্মিত ডিবিএল ফার্মার কারখানাটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ইউরোপ-আমেরিকা থেকে আমদানি করা উৎপাদন ও মান নিয়ন্ত্রণ সরঞ্জামের সমন্বয় বেশ চমকপ্রদ। ডিবিএল ফার্মা দেশে মান সম্মত, সহজলভ্য ওষুধ উপহার দেবে বলে আশা রাখি।
স্বাস্থ্যমন্ত্রী কোভিড মোকাবিলা ও টিকা প্রদানে সরকারের সাফল্য তুলে ধরে বলেন, বিশ্বের অন্যান্য দেশের জনসংখ্যার অনুপাতে আক্রান্ত ও মৃত্যুর হার আমাদের দেশে উল্লেখযোগ্যভাবে কম; বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের তুলনায়। শত প্রতিকূলতা, সমালোচনার মাঝেও নিঃসন্দেহে এটি স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের সফলতার প্রতিফলন।
স্বাগত বক্তব্যে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষই ডিবিএল গ্রুপের মূলমন্ত্র। ওষুধ শিল্পে ডিবিএলের এই নতুন যাত্রায় সেই একই মূলমন্ত্রের প্রতিফলন থাকছে। বিশ্বমানের ওষুধ উৎপাদনের মাধ্যমে কেবল দেশবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই নয়, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে ওষুধ রপ্তানির মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে মর্যাদার আসনে আরও একধাপ এগিয়ে নিতে কাজ করবে ডিবিএল ফার্মা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১২ একর জমির ওপর নির্মিত ২ বিলিয়ন ইউনিট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ডিবিএলের এ প্রকল্পটিতে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, ইনহেলারসহ প্রায় সব ধরনের ওষুধ উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক ইউরোপীয় সরঞ্জাম স্থাপন করা হয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডিবিএল গ্রুপের আরেক সহযোগী প্রতিষ্ঠান ডিবিএল ফার্মাসিউটিক্যালস এরই মধ্যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে সাফল্যের সঙ্গে ২টি জেনেরিক ওষুধ যুক্তরাষ্ট্রে বাজারজাত করছে।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাবিব-ই-মিল্লাত এমপি, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. আবুল বাশার মো. খুরশিদ আলম ও ঢাকা বিশ্ববিদ্যায়ের ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম আব্দুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস-চেয়ারম্যান এম এ রহিম ও উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের প্রমুখ।

রপ্তানিমুখী পোশাক শিল্প ও সিরামিক শিল্পের পর এবার ওষুধ শিল্পে যাত্রা শুরু করল ডিবিএল গ্রুপ। প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে ওষুধ উৎপাদন কারখানা উদ্বোধন করল প্রতিষ্ঠানটি। গাজীপুরের কাশিমপুরে নির্মিত ডিবিএল ফার্মার কারখানাটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ইউরোপ-আমেরিকা থেকে আমদানি করা উৎপাদন ও মান নিয়ন্ত্রণ সরঞ্জামের সমন্বয় বেশ চমকপ্রদ। ডিবিএল ফার্মা দেশে মান সম্মত, সহজলভ্য ওষুধ উপহার দেবে বলে আশা রাখি।
স্বাস্থ্যমন্ত্রী কোভিড মোকাবিলা ও টিকা প্রদানে সরকারের সাফল্য তুলে ধরে বলেন, বিশ্বের অন্যান্য দেশের জনসংখ্যার অনুপাতে আক্রান্ত ও মৃত্যুর হার আমাদের দেশে উল্লেখযোগ্যভাবে কম; বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের তুলনায়। শত প্রতিকূলতা, সমালোচনার মাঝেও নিঃসন্দেহে এটি স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের সফলতার প্রতিফলন।
স্বাগত বক্তব্যে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষই ডিবিএল গ্রুপের মূলমন্ত্র। ওষুধ শিল্পে ডিবিএলের এই নতুন যাত্রায় সেই একই মূলমন্ত্রের প্রতিফলন থাকছে। বিশ্বমানের ওষুধ উৎপাদনের মাধ্যমে কেবল দেশবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই নয়, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে ওষুধ রপ্তানির মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে মর্যাদার আসনে আরও একধাপ এগিয়ে নিতে কাজ করবে ডিবিএল ফার্মা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১২ একর জমির ওপর নির্মিত ২ বিলিয়ন ইউনিট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ডিবিএলের এ প্রকল্পটিতে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, ইনহেলারসহ প্রায় সব ধরনের ওষুধ উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক ইউরোপীয় সরঞ্জাম স্থাপন করা হয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডিবিএল গ্রুপের আরেক সহযোগী প্রতিষ্ঠান ডিবিএল ফার্মাসিউটিক্যালস এরই মধ্যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে সাফল্যের সঙ্গে ২টি জেনেরিক ওষুধ যুক্তরাষ্ট্রে বাজারজাত করছে।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাবিব-ই-মিল্লাত এমপি, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. আবুল বাশার মো. খুরশিদ আলম ও ঢাকা বিশ্ববিদ্যায়ের ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম আব্দুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস-চেয়ারম্যান এম এ রহিম ও উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের প্রমুখ।

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
৪ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
৪ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৫ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগে