Ajker Patrika

কৃষিপণ্য রপ্তানি বাড়াতে শাহজালালে হবে বড় কোল্ড স্টোরেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উড়োজাহাজটি রানওয়ে থেকে সরে গিয়ে একটি টহল গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ছবি: দ্য মিন্ট।
উড়োজাহাজটি রানওয়ে থেকে সরে গিয়ে একটি টহল গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ছবি: দ্য মিন্ট।

কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোল্ড স্টোরেজটি আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া ওভারলোডের কারণে কার্গো জায়গা না হলে নতুন টার্মিনালে সেই পণ্য আবার কোল্ড স্টোরেজে ফেরত নেওয়ার ব্যবস্থা থাকবে।

আজ রোববার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জানান, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাক-সবজি, ফলমূল প্রভৃতি বিদেশে রপ্তানি করা হয়। রপ্তানি প্রক্রিয়া দেখার জন্যই কার্গো ভিলেজ পরিদর্শনে এসেছিলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, কিছুদিন আগে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে আমাদের ফলমূল ও শাক-সবজি রপ্তানি করতে কিছুটা সমস্যা হয়েছিল। সে সময় আমাদের ব্যবসায়ীদের অনেকেই কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। যেহেতু দেশের রপ্তানির পরিমাণ অনেক বেড়ে গেছে, সেহেতু এখানকার কোল্ড স্টোরেজ আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে।’

উপদেষ্টা বলেন, ‘আমাদের জন্য বড় সুখবর হচ্ছে, নতুন এক্সপোর্ট টার্মিনাল তৈরি হচ্ছে। সেখানে যদি কোনো মালামাল/পণ্য স্ক্যানিং হওয়ার পরও বিমানে যেতে না পারে, সঙ্গে সঙ্গেই সেসব পণ্য কোল্ড স্টোরেজে রাখা যাবে।’

তিনি জানান, বর্তমানে যদি বিমানে ওভারলোড হয়, তাহলে যেসব পণ্য রেখে দিতে হয়, সেসব পণ্য রাখার জন্য কোল্ড স্টোরেজ নেই। কিন্তু নতুন টার্মিনালে এই সুযোগটা থাকছে।

তিনি আরও বলেন, ‘আমরা শুধু একটা-দুইটা পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত