Ajker Patrika

সুগন্ধি চাল আবার রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে

অনলাইন ডেস্ক
এই ভরা মৌসুমেও চালের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়ে গেছে প্রতি কেজিতে। ফাইল ছবি
এই ভরা মৌসুমেও চালের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়ে গেছে প্রতি কেজিতে। ফাইল ছবি

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর সুগন্ধি চাল রপ্তানির সুযোগ আবারও উন্মুক্ত করতে যাচ্ছে সরকার।

গত ২২ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ কমিটির সভায় সুগন্ধি চাল রপ্তানি পুনরায় শুরুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার রপ্তানি শুরুর সময় সরকার চালের পরিমাণ ও ন্যূনতম দাম বেঁধে দেবে।

এ বিষয়ে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ। এই কমিটি দেশের সুগন্ধি চাল উৎপাদনের পরিমাণ, অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানির সক্ষমতা নির্ধারণ করে প্রতিবেদন জমা দেবে। ওই প্রতিবেদন অনুসারে বাণিজ্য মন্ত্রণালয় সুগন্ধি চাল রপ্তানির পরিমাণ ও ন্যূনতম দাম বেঁধে অনুমতি দেবে। ব্যবসায়ীরা আশা করছেন, এতে সুগন্ধি চাল রপ্তানির বাজার আরও বৃদ্ধি পাবে এবং কৃষিপণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত