আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারকে স্পর্শকাতর দুই বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব পুনর্বণ্টনের পর ১৩টি বিভাগের দায়িত্ব পেয়েছেন তিনি। গত ২৮ নভেম্বর এই আদেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ।
গত ২৩ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা গভর্নরের কার্যালয়ের সামনে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর-নূরুন নাহার ও ড. হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন। সর্বদলীয় ঐক্যের ব্যানারে দফায় দফায় বিক্ষোভ করেছেন কয়েক’শ কর্মকর্তা-কর্মচারী। তাঁদের পদত্যাগের আলটিমেটামও দেন কর্মকর্তারা। তবে গভর্নর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রথম দাবি ছিল ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিয়োগকৃত দুর্নীতিবাজ ডেপুটি গভর্নর নুরুন নাহারের একক নিয়ন্ত্রণ বন্ধ ও পদত্যাগ। পাশাপাশি হাজার কোটি টাকা পাচারে সহায়তাকারী বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা। সেদিন এই সকল দাবির সঙ্গে গভর্নর একমত ঘোষণা করেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন। এর অংশ হিসেবে ২৮ নভেম্বর ডেপুটি গভর্নর নুরুন নাহারের হাত থেকে সকল নীতি প্রণয়নকারী বিভাগ ও মানবসম্পদ বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে।’
এর আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এরপর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ ও দলীয় কোটায় নিয়োগ-পদোন্নতি প্রাপ্তদের পদত্যাগের দাবিতে শুরু হয় বিক্ষোভ। বাদ যায়নি ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংকও।
বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন ব্যাংকের চার ডেপুটি গভর্নর। তারা হলেন, কাজী সাইদুর রহমান, খুরশীদ আলম, হাবিবুর রহমান ও নুরুন নাহার। পরে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হাবিবুর রহমান ও নুরুন নাহার ডেপুটি গভর্নর হিসেবে পুনরায় বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। আনুষ্ঠানিকভাবে বাদ পড়েন কাজী সাইদুর রহমান, খুরশীদ আলম। আর সরকারের পতনের চার দিনের মাথায় পদত্যাগ করেন ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারকে স্পর্শকাতর দুই বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব পুনর্বণ্টনের পর ১৩টি বিভাগের দায়িত্ব পেয়েছেন তিনি। গত ২৮ নভেম্বর এই আদেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ।
গত ২৩ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা গভর্নরের কার্যালয়ের সামনে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর-নূরুন নাহার ও ড. হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন। সর্বদলীয় ঐক্যের ব্যানারে দফায় দফায় বিক্ষোভ করেছেন কয়েক’শ কর্মকর্তা-কর্মচারী। তাঁদের পদত্যাগের আলটিমেটামও দেন কর্মকর্তারা। তবে গভর্নর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রথম দাবি ছিল ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিয়োগকৃত দুর্নীতিবাজ ডেপুটি গভর্নর নুরুন নাহারের একক নিয়ন্ত্রণ বন্ধ ও পদত্যাগ। পাশাপাশি হাজার কোটি টাকা পাচারে সহায়তাকারী বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা। সেদিন এই সকল দাবির সঙ্গে গভর্নর একমত ঘোষণা করেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন। এর অংশ হিসেবে ২৮ নভেম্বর ডেপুটি গভর্নর নুরুন নাহারের হাত থেকে সকল নীতি প্রণয়নকারী বিভাগ ও মানবসম্পদ বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে।’
এর আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এরপর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ ও দলীয় কোটায় নিয়োগ-পদোন্নতি প্রাপ্তদের পদত্যাগের দাবিতে শুরু হয় বিক্ষোভ। বাদ যায়নি ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংকও।
বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন ব্যাংকের চার ডেপুটি গভর্নর। তারা হলেন, কাজী সাইদুর রহমান, খুরশীদ আলম, হাবিবুর রহমান ও নুরুন নাহার। পরে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হাবিবুর রহমান ও নুরুন নাহার ডেপুটি গভর্নর হিসেবে পুনরায় বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। আনুষ্ঠানিকভাবে বাদ পড়েন কাজী সাইদুর রহমান, খুরশীদ আলম। আর সরকারের পতনের চার দিনের মাথায় পদত্যাগ করেন ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যই উৎপাদন করছে না; কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ ও সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহির পাশাপাশি করপোরেট সুশাসন নিশ্চিত করছে।
২৬ মিনিট আগে
২০২৬ সালকে সরকার প্যাকেজিং পণ্যের বর্ষপণ্য ঘোষণা করলেও বাস্তব সহায়তা ছাড়া এ খাতের সম্ভাবনা কাজে লাগানো যাবে না বলে জানিয়েছেন গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের উদ্যোক্তারা। তাঁরা সরাসরি রপ্তানি প্রণোদনা, কাঁচামাল আমদানিতে কর-শুল্ক ছাড়, আরএমজি খাতের মতো নীতিগত সুবিধা, ব্যাংক-কাস্টমস...
৩০ মিনিট আগে
অ্যারিস্টোফার্মা লিমিটেড স্বাস্থ্যসেবায় ৪০ বছর পূর্ণ করেছে। এই মাইলফলক উদযাপন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আজ রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) প্রতিষ্ঠানটির ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাজশাহীর গ্রামে গ্রামে ঘুরে আম কিনে বিক্রি করতেন মুন্তাজ আলী। সেই ঐতিহ্যগত ব্যবসাকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ছেলে মুরাদ পারভেজ তৈরি করেছেন একটি সফল ই-কমার্স উদ্যোগ। ঝুড়িতে আম নিয়ে হাটে না গিয়ে তিনি ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার নিয়ে সারা দেশে খাঁটি আম, খেজুরের গুড় ও লিচু পৌঁছে দিচ্ছে
১৮ ঘণ্টা আগে