নিজস্ব প্রতিবেদক

ঢাকা: টানা উত্থানের পর দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে সবকটি মূল্য সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। সে সঙ্গে দরপতনের তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম দেড় ঘণ্টা এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। তবে শেষ ঘণ্টার লেনদেনে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। ফলে সূচকও নিম্নমুখী হয়ে পড়ে। পাশাপাশি ডিএসইতে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে ২৪৭ কোটি টাকা।
ফলে দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্য সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে সোমবার লেনদেন হয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে লেনেদেন কমেছে ২৪৭ কোটি ১৩ লাখ টাকা।
সোমবার লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ১০৫টির, দাম কমেছে ১৭৯টির এবং ৭০টির দাম অপরিবর্তিত ছিল।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৬৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৬৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রবি’র লেনদেনের পরিমাণ ৫৩ কোটি ৯১ লাখ টাকা।
আর ডিএসইতে সোমবার লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ ফাইন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, প্রভাতী ইনস্যুরেন্স এবং নিটল ইনস্যুরেন্স।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৯ পয়েন্ট। সিএসইতে লেনদেনের পরিমাণ সোমবার ছিল ৬২ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেনকৃত ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দাম বেড়েছে, দাম কমেছে ১২৫টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত ছিল।

ঢাকা: টানা উত্থানের পর দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে সবকটি মূল্য সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। সে সঙ্গে দরপতনের তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম দেড় ঘণ্টা এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। তবে শেষ ঘণ্টার লেনদেনে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। ফলে সূচকও নিম্নমুখী হয়ে পড়ে। পাশাপাশি ডিএসইতে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে ২৪৭ কোটি টাকা।
ফলে দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্য সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে সোমবার লেনদেন হয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে লেনেদেন কমেছে ২৪৭ কোটি ১৩ লাখ টাকা।
সোমবার লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ১০৫টির, দাম কমেছে ১৭৯টির এবং ৭০টির দাম অপরিবর্তিত ছিল।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৬৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৬৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রবি’র লেনদেনের পরিমাণ ৫৩ কোটি ৯১ লাখ টাকা।
আর ডিএসইতে সোমবার লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ ফাইন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, প্রভাতী ইনস্যুরেন্স এবং নিটল ইনস্যুরেন্স।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৯ পয়েন্ট। সিএসইতে লেনদেনের পরিমাণ সোমবার ছিল ৬২ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেনকৃত ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দাম বেড়েছে, দাম কমেছে ১২৫টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত ছিল।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১ ঘণ্টা আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৪ ঘণ্টা আগে