নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহক ও মার্চেন্টের ৩৩৯ কোটি টাকা হদিস না মেলার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
দুদকের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে এই কর্মকর্তা বলেন, অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। ইভ্যালির বিষয়ে সব রকমের তথ্য নেওয়া হচ্ছে। টাকা কোথায় গেছে সে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করা হবে।
দুদক সূত্র জানায়, বিধিনিষেধের কারণে বর্তমানে দুদক কার্যালয় বন্ধ। যে কারণে কার্যালয় চালু না হওয়ার আগে অভিযুক্ত ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। অবশ্য এক কর্মকর্তা বলেন, ঈদের পরেই দুজনকে দুদকে তলব করা হতে পারে।
গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠির প্রেক্ষিতে ইভ্যালির বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করে দুদক। এরপর দিনই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি পাঠায় সংস্থাটি। ওই চিঠিতে বলা হয়, অভিযুক্তরা গোপনে দেশত্যাগ করতে পারেন এমন একটি খবর দুদকের অনুসন্ধান দল জানতে পারে। তাই তাঁদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। অবশ্য দুদকের ওই আবেদন আদালতেও পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত ৪ জুলাই ইভ্যালির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের চার প্রতিষ্ঠানকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক ইভ্যালির বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ মার্চে ইভ্যালির মোট সম্পদ ৯১ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৮৪৬ টাকা (চলতি সম্পদ ৬৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৭৩৬ টাকা) এবং মোট দায় ৪০৭ কোটি ১৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ টাকা। এ সময় গ্রাহকের কাছে ইভ্যালির দায় ২১৩ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকা এবং মার্চেন্টের কাছে দায় ১৮৯ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৩৫৪ টাকা। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নেওয়া ২১৩ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকা এবং মার্চেন্টদের কাছ থেকে ১৮৯ কোটি ৮৫ লাখ ৯৫ লাখ ৯৫ হাজার ৩৫৪ টাকার মালামাল নেওয়ার পর স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে ৪০৩ কোটি ৮০ লাখ ১ হাজার ৯১৪ টাকার চলতি সম্পদ থাকার কথা থাকলেও প্রতিষ্ঠানটির সম্পদ রয়েছে মাত্র ৬৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৭৩৬ টাকা।

আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহক ও মার্চেন্টের ৩৩৯ কোটি টাকা হদিস না মেলার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
দুদকের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে এই কর্মকর্তা বলেন, অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। ইভ্যালির বিষয়ে সব রকমের তথ্য নেওয়া হচ্ছে। টাকা কোথায় গেছে সে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করা হবে।
দুদক সূত্র জানায়, বিধিনিষেধের কারণে বর্তমানে দুদক কার্যালয় বন্ধ। যে কারণে কার্যালয় চালু না হওয়ার আগে অভিযুক্ত ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। অবশ্য এক কর্মকর্তা বলেন, ঈদের পরেই দুজনকে দুদকে তলব করা হতে পারে।
গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠির প্রেক্ষিতে ইভ্যালির বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করে দুদক। এরপর দিনই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি পাঠায় সংস্থাটি। ওই চিঠিতে বলা হয়, অভিযুক্তরা গোপনে দেশত্যাগ করতে পারেন এমন একটি খবর দুদকের অনুসন্ধান দল জানতে পারে। তাই তাঁদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। অবশ্য দুদকের ওই আবেদন আদালতেও পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত ৪ জুলাই ইভ্যালির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের চার প্রতিষ্ঠানকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক ইভ্যালির বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ মার্চে ইভ্যালির মোট সম্পদ ৯১ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৮৪৬ টাকা (চলতি সম্পদ ৬৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৭৩৬ টাকা) এবং মোট দায় ৪০৭ কোটি ১৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ টাকা। এ সময় গ্রাহকের কাছে ইভ্যালির দায় ২১৩ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকা এবং মার্চেন্টের কাছে দায় ১৮৯ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৩৫৪ টাকা। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নেওয়া ২১৩ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকা এবং মার্চেন্টদের কাছ থেকে ১৮৯ কোটি ৮৫ লাখ ৯৫ লাখ ৯৫ হাজার ৩৫৪ টাকার মালামাল নেওয়ার পর স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে ৪০৩ কোটি ৮০ লাখ ১ হাজার ৯১৪ টাকার চলতি সম্পদ থাকার কথা থাকলেও প্রতিষ্ঠানটির সম্পদ রয়েছে মাত্র ৬৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৭৩৬ টাকা।

১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দেশের দুই শীর্ষ খাত—বস্ত্রকল ও রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মালিকেরা। দেশীয় সুতাশিল্প সুরক্ষার যুক্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সুবিধা তুলে নেওয়ার পথে হাঁটলেও, তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা
৬ ঘণ্টা আগে
২০২৫-২৬ অর্থবছরের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যত স্থবিরতা কাটেনি। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সর্বনিম্ন পর্যায়ে নেমে এস
৬ ঘণ্টা আগে
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে—সমালোচিত ও বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত আবুল খায়ের হিরুর এমন বার্তার পরই দেশের পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তুলনায় দরবৃদ্ধি হয়েছে প্রায় ৭ গুণ।
৬ ঘণ্টা আগে
বন্ড সুবিধার আড়ালে কেএলডি অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে শুল্ক-কর ফাঁকি ও রপ্তানি জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে কাস্টমসের এক তদন্তে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন বছরে প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানি করা ১৭৯ টন কাপড় ও অ্যাকসেসরিজ উৎপাদনে ব্যবহার না করে ইসলামপুরসহ বিভিন্ন অনুমোদনহীন বাজারে
৬ ঘণ্টা আগে