
চলতি দশকের শেষ দিকে বিশ্ববাজারে হাইড্রোজেন জ্বালানি রপ্তানি করতে চায় রাশিয়া। এ লক্ষ্যে দেশটি বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে এশিয়ার দেশগুলোতে এই জ্বালানি রপ্তানি করা হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসাটম। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ব যখন জীবাশ্ম জ্বালানির কুফলের কারণে ক্রমাগত ভুগছে, তখন নিরাপদ উৎস হিসেবে হাইড্রোজেন জ্বালানি হতে পারে অন্যতম বিকল্প। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, গাড়ির জ্বালানি, বাড়িঘর উষ্ণ রাখা ও শিল্পকারখানার জ্বালানি হিসেবেও হাইড্রোজেন ব্যবহার করা যেতে পারে।
রোসাটমের বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান ইভজেনি প্যাকারমানভ বলেছেন, ‘রোসাটমের জন্য হাইড্রোজেন জ্বালানি অন্যতম প্রাধান্য।’ তিনি জানান, রোসাটম হাইড্রোজেন জ্বালানি উৎপাদন, পরিবহন ও এর ব্যবহারের জন্য উন্নত প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছে। তিনি জানান, রোসাটম রাশিয়ার জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে একটি পাইলট প্রকল্প চালু করেছে।
প্যাকারমানভ বলেন, ‘শাখালিনের কাছে আমাদের বড় আকারের হাইড্রোজেন উৎপাদনের একটি প্রকল্প চালু করেছি এবং আমরা অল্প সময়ের মধ্যে এটি সম্পন্ন করার পরিকল্পনা করছি। আগামী পাঁচ বছরের ভেতরে এটি সম্পূর্ণ হবে। প্রকল্পটি অভ্যন্তরীণ ব্যবহার ও রপ্তানি উভয়ের ওপর দৃষ্টি রেখেই পরিচালনা করা হবে।’
হাইড্রোজেন জ্বালানির সম্ভাব্য রপ্তানি গন্তব্য মূলত এশিয়ার দেশগুলো। এ ক্ষেত্রে তিনি প্রধান দেশ হিসেবে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ শক্তিশালী বেশ কয়েকটি দেশের নাম উল্লেখ করেন।

চলতি দশকের শেষ দিকে বিশ্ববাজারে হাইড্রোজেন জ্বালানি রপ্তানি করতে চায় রাশিয়া। এ লক্ষ্যে দেশটি বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে এশিয়ার দেশগুলোতে এই জ্বালানি রপ্তানি করা হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসাটম। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ব যখন জীবাশ্ম জ্বালানির কুফলের কারণে ক্রমাগত ভুগছে, তখন নিরাপদ উৎস হিসেবে হাইড্রোজেন জ্বালানি হতে পারে অন্যতম বিকল্প। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, গাড়ির জ্বালানি, বাড়িঘর উষ্ণ রাখা ও শিল্পকারখানার জ্বালানি হিসেবেও হাইড্রোজেন ব্যবহার করা যেতে পারে।
রোসাটমের বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান ইভজেনি প্যাকারমানভ বলেছেন, ‘রোসাটমের জন্য হাইড্রোজেন জ্বালানি অন্যতম প্রাধান্য।’ তিনি জানান, রোসাটম হাইড্রোজেন জ্বালানি উৎপাদন, পরিবহন ও এর ব্যবহারের জন্য উন্নত প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছে। তিনি জানান, রোসাটম রাশিয়ার জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে একটি পাইলট প্রকল্প চালু করেছে।
প্যাকারমানভ বলেন, ‘শাখালিনের কাছে আমাদের বড় আকারের হাইড্রোজেন উৎপাদনের একটি প্রকল্প চালু করেছি এবং আমরা অল্প সময়ের মধ্যে এটি সম্পন্ন করার পরিকল্পনা করছি। আগামী পাঁচ বছরের ভেতরে এটি সম্পূর্ণ হবে। প্রকল্পটি অভ্যন্তরীণ ব্যবহার ও রপ্তানি উভয়ের ওপর দৃষ্টি রেখেই পরিচালনা করা হবে।’
হাইড্রোজেন জ্বালানির সম্ভাব্য রপ্তানি গন্তব্য মূলত এশিয়ার দেশগুলো। এ ক্ষেত্রে তিনি প্রধান দেশ হিসেবে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ শক্তিশালী বেশ কয়েকটি দেশের নাম উল্লেখ করেন।

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামি ব্যাংকের লেনদেন শুরুর প্রথম দুই দিনে আমানতকারীরা ১০৭ কোটি টাকার বেশি উত্তোলন করেছেন। সবচেয়ে বেশি আমানত তুলেছেন এক্সিম ব্যাংকের গ্রাহকেরা।
১ ঘণ্টা আগে
সদ্যবিদায়ী বছরের ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট গড় মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯ শতাংশে উঠেছে। আজ সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর আর্থিক স্বাস্থ্যচিত্র এখন শুধু দুর্বল তকমার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এদের ব্যবসার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ টিকে থাকা নিয়েই তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় চুক্তি (পিপিএ) মেয়াদ শেষ ও নতুন চুক্তির অনিশ্চয়তা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ
১৮ ঘণ্টা আগে
ডিসেম্বরে প্রবাসী আয় নতুন রেকর্ড স্পর্শ করলেও বিশ্ববাজারে ধাক্কা খেয়েছে দেশের রপ্তানি খাত। বৈশ্বিক চাহিদার দুর্বলতা, মার্কিন শুল্ক, ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয় এবং প্রতিযোগী দেশগুলোর চাপ বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় ১৪ শতাংশ কমিয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের রপ্তানি আয়ের সার্বিক
১৮ ঘণ্টা আগে