নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের ৫ শীর্ষ কর্মকর্তা নির্বাচন করা হবে আজ সোমবার। শীর্ষ কর্মকর্তা পদগুলো হলো—সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও যুগ্ম সম্পাদক। গত শনিবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ৯ জন পরিচালকের মধ্যে থেকে এই কর্মকর্তাদের নির্বাচন করা হবে। কোনো পদে একাধিক প্রার্থী থাকলে এই নয়জনের গোপন ভোটের মাধ্যমে তাঁরা নির্বাচিত হবেন।
এর আগে শনিবার ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩১ জন প্রার্থীর মধ্যে পরিচালক পদে ৯ জন নির্বাচিত হন।
প্রাপ্ত ভোটের ক্রমানুসারে বিজয়ীরা হলেন যথাক্রমে সৈয়দা আম্বারিন রেজা (প্রাপ্ত ভোট ৪৫৩), মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল (প্রাপ্ত ভোট ৩৮৬), শমী কায়সার (প্রাপ্ত ভোট ৩৬৫), আসিফ আহনাফ (প্রাপ্ত ভোট ৩৩২), শাহরিয়ার হাসান (প্রাপ্ত ভোট ৩০৮), নাছিমা আক্তার নিশা (প্রাপ্ত ভোট ২০৭), মোহাম্মদ সাহাব উদ্দিন (প্রাপ্ত ভোট ২৮৭), মো. সাইদুর রহমান (প্রাপ্ত ভোট ২৭৩), ও মো. ইলমুল হক (প্রাপ্ত ভোট ২৭০)।
নির্বাচনে অগ্রগামী, দ্যা চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯ জন বিজয়ীর মধ্যে প্রথম ৮ জন প্রার্থী অগ্রগামী প্যানেল থেকে এবং একজন প্রার্থী দ্যা চেঞ্জ মেকারস প্যানেল থেকে নির্বাচিত হন।
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ২১ জুন বিকেল চারটার মধ্যে লিখিত আবেদন করতে হবে। দ্যা চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম এবং ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজ জানিয়েছেন তাঁরা হাতে ভোট পুনর্গণনার আবেদন করবেন।
এ বিষয়ে আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেক প্রার্থীর আলাদা আলাদা আবেদন করতে হয়। আমি আজ (সোমবার) আবেদন করব।
তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২ জুলাই নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে।

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের ৫ শীর্ষ কর্মকর্তা নির্বাচন করা হবে আজ সোমবার। শীর্ষ কর্মকর্তা পদগুলো হলো—সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও যুগ্ম সম্পাদক। গত শনিবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ৯ জন পরিচালকের মধ্যে থেকে এই কর্মকর্তাদের নির্বাচন করা হবে। কোনো পদে একাধিক প্রার্থী থাকলে এই নয়জনের গোপন ভোটের মাধ্যমে তাঁরা নির্বাচিত হবেন।
এর আগে শনিবার ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩১ জন প্রার্থীর মধ্যে পরিচালক পদে ৯ জন নির্বাচিত হন।
প্রাপ্ত ভোটের ক্রমানুসারে বিজয়ীরা হলেন যথাক্রমে সৈয়দা আম্বারিন রেজা (প্রাপ্ত ভোট ৪৫৩), মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল (প্রাপ্ত ভোট ৩৮৬), শমী কায়সার (প্রাপ্ত ভোট ৩৬৫), আসিফ আহনাফ (প্রাপ্ত ভোট ৩৩২), শাহরিয়ার হাসান (প্রাপ্ত ভোট ৩০৮), নাছিমা আক্তার নিশা (প্রাপ্ত ভোট ২০৭), মোহাম্মদ সাহাব উদ্দিন (প্রাপ্ত ভোট ২৮৭), মো. সাইদুর রহমান (প্রাপ্ত ভোট ২৭৩), ও মো. ইলমুল হক (প্রাপ্ত ভোট ২৭০)।
নির্বাচনে অগ্রগামী, দ্যা চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯ জন বিজয়ীর মধ্যে প্রথম ৮ জন প্রার্থী অগ্রগামী প্যানেল থেকে এবং একজন প্রার্থী দ্যা চেঞ্জ মেকারস প্যানেল থেকে নির্বাচিত হন।
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ২১ জুন বিকেল চারটার মধ্যে লিখিত আবেদন করতে হবে। দ্যা চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম এবং ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজ জানিয়েছেন তাঁরা হাতে ভোট পুনর্গণনার আবেদন করবেন।
এ বিষয়ে আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেক প্রার্থীর আলাদা আলাদা আবেদন করতে হয়। আমি আজ (সোমবার) আবেদন করব।
তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২ জুলাই নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে।

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৯ মিনিট আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৩৬ মিনিট আগে
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় নেতারা এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক চিকিৎসক কর্মকর্তাদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে ২০০২ সালে স্থাপিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন
১ ঘণ্টা আগে
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপারসন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান দেশজুড়ে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে