নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠী রয়েছে, সেগুলোর মধ্যে শীর্ষস্থানীয় মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপ। নতুন খবর হলে এসব শিল্পগোষ্ঠীর আওতাধীন শক্তিশালী ও মৌলভিত্তিসম্পন্ন ও ভালো প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন পরিকল্পনা অনুযায়ী তালিকাভুক্তির আয়োজন সম্পন্ন করতে গ্রুপ তিনটির মালিকদের বৈঠক করেছে বিএসইসি। বৈঠকে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা, তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানির ভ্যালুয়েশন প্রক্রিয়া, আইপিও অনুমোদন ও তালিকাভুক্তির প্রক্রিয়া সহজীকরণ ও দ্রুত সম্পাদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
তথ্যমতে, গত সোমবার বিএসইসির কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান এবং পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ অংশ নেন। এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
মঙ্গলবার এ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, দেশের পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন শীর্ষস্থানীয় ও স্বনামধন্য কোম্পানি এবং গ্রুপকে তালিকাভুক্তির বিষয়ে অনুপ্রাণিত করতে দেশের অন্যতম বৃহৎ তিনটি গ্রুপের মালিকদের সঙ্গে আলোচনায় বসেছে নিয়ন্ত্রক সংস্থা।
এই প্রচেষ্টার ফলশ্রুতিতে বাংলাদেশের পুঁজিবাজারে আগামীতে ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়বে। এর মাধ্যমে পুঁজিবাজারে নতুন গতি আসবে এবং বাজার আরও প্রাণবন্ত রূপ পাবে। এ জন্য শক্তিশালী ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তির বাড়াতে দেশের অন্যান্য বড় গ্রুপগুলোর সঙ্গেও বৈঠক চালিয়ে যাবে বিএসইসি। কারণ, পুঁজিবাজারের স্বার্থে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্ত হওয়া জরুরি। সে লক্ষ্যেই নতুন কমিশনের দায়িত্বে আসার পর প্রথমবার এ ধরনের উদ্যোগ হিসেবে দেশের বড় তিনটি গ্রুপ মেঘনা, সিটি ও পিএইচপির অধীনে থাকা ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার টার্গেট করেছে। এ লক্ষ্যে গ্রুপের উদ্যোক্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং শিল্প-বাণিজ্য খাতে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও পিএইচপি গ্রুপের উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে উল্লেখ করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। গ্রুপের উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কেবল বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে সুপরিচিতই নন, আপনাদের অধীনে বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত কোম্পানি রয়েছে, যা ব্যবসার ব্যাপ্তি ও বৈচিত্র্যের স্পষ্ট প্রতিফলন। পুঁজিবাজার উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠানই দরকার।
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তি একদিকে পুঁজিবাজারকে আরও শক্তিশালী করবে, অন্যদিকে পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নের ফলে বিভিন্ন খাতের অধিকতর বিকাশের সুযোগ বাড়বে, যা দেশের শিল্পায়ন ও উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার সুযোগ তৈরি করে দেবে।

দেশে যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠী রয়েছে, সেগুলোর মধ্যে শীর্ষস্থানীয় মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপ। নতুন খবর হলে এসব শিল্পগোষ্ঠীর আওতাধীন শক্তিশালী ও মৌলভিত্তিসম্পন্ন ও ভালো প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন পরিকল্পনা অনুযায়ী তালিকাভুক্তির আয়োজন সম্পন্ন করতে গ্রুপ তিনটির মালিকদের বৈঠক করেছে বিএসইসি। বৈঠকে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা, তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানির ভ্যালুয়েশন প্রক্রিয়া, আইপিও অনুমোদন ও তালিকাভুক্তির প্রক্রিয়া সহজীকরণ ও দ্রুত সম্পাদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
তথ্যমতে, গত সোমবার বিএসইসির কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান এবং পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ অংশ নেন। এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
মঙ্গলবার এ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, দেশের পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন শীর্ষস্থানীয় ও স্বনামধন্য কোম্পানি এবং গ্রুপকে তালিকাভুক্তির বিষয়ে অনুপ্রাণিত করতে দেশের অন্যতম বৃহৎ তিনটি গ্রুপের মালিকদের সঙ্গে আলোচনায় বসেছে নিয়ন্ত্রক সংস্থা।
এই প্রচেষ্টার ফলশ্রুতিতে বাংলাদেশের পুঁজিবাজারে আগামীতে ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়বে। এর মাধ্যমে পুঁজিবাজারে নতুন গতি আসবে এবং বাজার আরও প্রাণবন্ত রূপ পাবে। এ জন্য শক্তিশালী ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তির বাড়াতে দেশের অন্যান্য বড় গ্রুপগুলোর সঙ্গেও বৈঠক চালিয়ে যাবে বিএসইসি। কারণ, পুঁজিবাজারের স্বার্থে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্ত হওয়া জরুরি। সে লক্ষ্যেই নতুন কমিশনের দায়িত্বে আসার পর প্রথমবার এ ধরনের উদ্যোগ হিসেবে দেশের বড় তিনটি গ্রুপ মেঘনা, সিটি ও পিএইচপির অধীনে থাকা ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার টার্গেট করেছে। এ লক্ষ্যে গ্রুপের উদ্যোক্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং শিল্প-বাণিজ্য খাতে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও পিএইচপি গ্রুপের উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে উল্লেখ করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। গ্রুপের উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কেবল বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে সুপরিচিতই নন, আপনাদের অধীনে বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত কোম্পানি রয়েছে, যা ব্যবসার ব্যাপ্তি ও বৈচিত্র্যের স্পষ্ট প্রতিফলন। পুঁজিবাজার উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠানই দরকার।
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তি একদিকে পুঁজিবাজারকে আরও শক্তিশালী করবে, অন্যদিকে পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নের ফলে বিভিন্ন খাতের অধিকতর বিকাশের সুযোগ বাড়বে, যা দেশের শিল্পায়ন ও উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার সুযোগ তৈরি করে দেবে।

বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এই সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকা আসছেন...
৩৯ মিনিট আগে
বেজার সঙ্গে চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন করবে, যেখানে তুলনামূলকভাবে কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং গ্যাসের প্রয়োজন হবে না।
৫ ঘণ্টা আগে
উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
৭ ঘণ্টা আগে
আবুল কালাম বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব নিয়েই পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নেয়। কিন্তু ইস্যুয়ার কোম্পানি ও ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, এখানে ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাইসিংসহ আরও কয়েকটি সমস্যা বিদ্যমান। পরে টাস্কফোর্সের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী আইপিও
৯ ঘণ্টা আগে