নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম, তাঁর স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচার মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
অন্য যাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন—সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম ও ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান। এ ছাড়া তাদের স্বজন মিশকাত আহমেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. নূর-ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ৪ আগস্ট একটি ইংরেজি দৈনিকে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে অর্থ পাচার সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায় এস আলম গ্রুপের সাইফুল আলম ও তাদের পরিবারের সদস্যরা সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচার করেছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উক্ত অভিযোগটি দুদকে অনুসন্ধান চলমান।
এতে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা যেকোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কাজ মারাত্মকভাবে ব্যাহত হবে। বিদেশে অর্থপাচার সংক্রান্তে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
আবেদনের ওপর শুনানি শেষে আদালত এস আলম পরিবারের সদস্যদের ওপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণের নির্দেশ দেন।

ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম, তাঁর স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচার মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
অন্য যাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন—সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম ও ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান। এ ছাড়া তাদের স্বজন মিশকাত আহমেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. নূর-ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ৪ আগস্ট একটি ইংরেজি দৈনিকে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে অর্থ পাচার সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায় এস আলম গ্রুপের সাইফুল আলম ও তাদের পরিবারের সদস্যরা সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচার করেছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উক্ত অভিযোগটি দুদকে অনুসন্ধান চলমান।
এতে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা যেকোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কাজ মারাত্মকভাবে ব্যাহত হবে। বিদেশে অর্থপাচার সংক্রান্তে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
আবেদনের ওপর শুনানি শেষে আদালত এস আলম পরিবারের সদস্যদের ওপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণের নির্দেশ দেন।

বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে অচলাবস্থার কারণে চীন আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপক পরিমাণে পাইকারি এলপিজি কিনেছে। গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালোতালিকাভুক্ত করা হয়।
৩ ঘণ্টা আগে
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
৭ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
৯ ঘণ্টা আগে
দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট কাটাতে এবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বিপিসির নিজস্ব সক্ষমতা না থাকায় এলপি...
১৬ ঘণ্টা আগে