
ওটিটি ও ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির ভালো কাজকে স্বীকৃতি দিতে তৃতীয়বারের মতো দেওয়া হবে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস। ইস্পাহানি টি লিমিটেড এবং দ্য ডেইলি স্টার একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩ এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
২০২৩ সালে মুক্তি পাওয়া সব কনটেন্টের মধ্য থেকে সেরা কাজগুলোতে সম্মানিত করার লক্ষ্যেই শুরু হচ্ছে এবারের আয়োজন। ২০২২ সালে যাত্রা শুরু করা এই যাত্রা দেশের বিনোদন ক্ষেত্রকে গঠনকারী শিল্পী, কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের পথচলাকে স্বীকৃতি দেওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের ২০২৩ সংস্করণটি সৃজনশীলতার ৩০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেবে।
এর মধ্যে রয়েছে ফিল্ম ও ড্রামার নয়টি, সংগীতের জন্য তিনটি ও সমালোচকদের মাধ্যমে নির্ধারিত ১২টি ক্যাটাগরি এবং কনটেন্ট নির্মাতাদের সম্মানিত করতে বিশেষ পাঁচটি ক্যাটাগরি।
বাংলাদেশের গতিশীল ওটিটি ও ডিজিটাল কনটেন্ট বিনোদন শিল্পকে উজ্জ্বল করে তুলছে। এ শিল্পের অসাধারণ প্রতিভা ও কঠোর পরিশ্রমকে সম্মানিত করে আসছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ৷ সেই সঙ্গে পর্দার সামনের ও পেছনের কারিগরদের সম্মান জানানো এবং তাদের কাজকে উদ্যাপন করাই এই আয়োজনের অনন্য একটি বৈশিষ্ট্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) জনাব ওমর হান্নান, দ্য ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু অনুষ্ঠানে এবারের আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন। তাঁদের উপস্থিতি এ উদ্যোগের পেছনে থাকা সমন্বিত চেতনাকে তুলে ধরে।
ইস্পাহানি টি লিমিটেডের জিএম ওমর হান্নান বলেন, ‘ইস্পাহানি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই উদ্যোগ বাংলাদেশের সৃজনশীল কমিউনিটিকে আরও শক্তিশালী করবে। আমরা আশা করছি এটি আরও ইতিবাচক ও উদ্ভাবনী কনটেন্টকে অনুপ্রাণিত করবে এবং নির্মাতাদের অসাধারণ প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করার জন্য উৎসাহিত করবে।’
এ বছর প্রথমবারের মতো অফিশিয়াল বিনোদন সহযোগী হিসেবে থাকছে টিকটক। টিকটক দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনের প্রধান পূজা দত্ত বলেন, ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে টিকটক গর্বিত। এটি একটি প্ল্যাটফর্ম যা সৃজনশীলতা এবং সম্প্রদায়কে সমৃদ্ধ করে, আমরা উদ্ভাবনীর এ স্বীকৃতিকে সমর্থন করতে পেরে আনন্দিত।’
ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান বলেন, ‘আমাদের বিনোদন প্রেক্ষাপটে ওটিটি প্ল্যাটফর্মের উত্থান সত্যিই অনবদ্য। ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস শুধু প্রতিষ্ঠিত শিল্পীদের অসাধারণ কাজ উদ্যাপন করতেই নয়, নতুন প্রতিভাবান শিল্পীদের উৎসাহিত করে আরও উচ্চতায় পৌঁছাতে। এ বছর আমাদের তৃতীয় সংস্করণ, এবং আমরা আত্মবিশ্বাসী যে এই শিল্প ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।’

ওটিটি ও ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির ভালো কাজকে স্বীকৃতি দিতে তৃতীয়বারের মতো দেওয়া হবে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস। ইস্পাহানি টি লিমিটেড এবং দ্য ডেইলি স্টার একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩ এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
২০২৩ সালে মুক্তি পাওয়া সব কনটেন্টের মধ্য থেকে সেরা কাজগুলোতে সম্মানিত করার লক্ষ্যেই শুরু হচ্ছে এবারের আয়োজন। ২০২২ সালে যাত্রা শুরু করা এই যাত্রা দেশের বিনোদন ক্ষেত্রকে গঠনকারী শিল্পী, কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের পথচলাকে স্বীকৃতি দেওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের ২০২৩ সংস্করণটি সৃজনশীলতার ৩০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেবে।
এর মধ্যে রয়েছে ফিল্ম ও ড্রামার নয়টি, সংগীতের জন্য তিনটি ও সমালোচকদের মাধ্যমে নির্ধারিত ১২টি ক্যাটাগরি এবং কনটেন্ট নির্মাতাদের সম্মানিত করতে বিশেষ পাঁচটি ক্যাটাগরি।
বাংলাদেশের গতিশীল ওটিটি ও ডিজিটাল কনটেন্ট বিনোদন শিল্পকে উজ্জ্বল করে তুলছে। এ শিল্পের অসাধারণ প্রতিভা ও কঠোর পরিশ্রমকে সম্মানিত করে আসছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ৷ সেই সঙ্গে পর্দার সামনের ও পেছনের কারিগরদের সম্মান জানানো এবং তাদের কাজকে উদ্যাপন করাই এই আয়োজনের অনন্য একটি বৈশিষ্ট্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) জনাব ওমর হান্নান, দ্য ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু অনুষ্ঠানে এবারের আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন। তাঁদের উপস্থিতি এ উদ্যোগের পেছনে থাকা সমন্বিত চেতনাকে তুলে ধরে।
ইস্পাহানি টি লিমিটেডের জিএম ওমর হান্নান বলেন, ‘ইস্পাহানি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই উদ্যোগ বাংলাদেশের সৃজনশীল কমিউনিটিকে আরও শক্তিশালী করবে। আমরা আশা করছি এটি আরও ইতিবাচক ও উদ্ভাবনী কনটেন্টকে অনুপ্রাণিত করবে এবং নির্মাতাদের অসাধারণ প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করার জন্য উৎসাহিত করবে।’
এ বছর প্রথমবারের মতো অফিশিয়াল বিনোদন সহযোগী হিসেবে থাকছে টিকটক। টিকটক দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনের প্রধান পূজা দত্ত বলেন, ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে টিকটক গর্বিত। এটি একটি প্ল্যাটফর্ম যা সৃজনশীলতা এবং সম্প্রদায়কে সমৃদ্ধ করে, আমরা উদ্ভাবনীর এ স্বীকৃতিকে সমর্থন করতে পেরে আনন্দিত।’
ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান বলেন, ‘আমাদের বিনোদন প্রেক্ষাপটে ওটিটি প্ল্যাটফর্মের উত্থান সত্যিই অনবদ্য। ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস শুধু প্রতিষ্ঠিত শিল্পীদের অসাধারণ কাজ উদ্যাপন করতেই নয়, নতুন প্রতিভাবান শিল্পীদের উৎসাহিত করে আরও উচ্চতায় পৌঁছাতে। এ বছর আমাদের তৃতীয় সংস্করণ, এবং আমরা আত্মবিশ্বাসী যে এই শিল্প ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।’

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
৫ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৫ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
৬ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৬ ঘণ্টা আগে