নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশের ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় প্রক্রিয়া সহজ করতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা ভ্যাট–ট্যাক্স দিতে চায় কিন্তু পদ্ধতিটা সহজ হওয়া উচিত। সরকার এত বড় বাজেট দিচ্ছে, ভ্যাট আদায় প্রক্রিয়ায় সরকারের বিনিয়োগ বাড়ানো উচিত। এ ছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন আরও একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান উপস্থিত ছিলেন।
জসিম উদ্দিন বলেন, ভ্যাট আদায়ে একটা মার্কেটে একশটা দোকান থাকলে ১০টা দোকানে মেশিন বসানো হলো। আমরা বলছি দিলে সবাইকে দেবেন, না দিলে দেবেন না। কত টাকা লাগে এখানে। বেশি টাকার তো দরকার নাই। সরকার এত টাকার বাজেট দিচ্ছে, এত কিছু করছে, এখানে বিনিয়োগ বাড়ানো উচিত। প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার এখানে এক টাকা বিনিয়োগ করলে ১০০ টাকা পাচ্ছে। তাহলে কেন বিনিয়োগ করছে না?
কালো টাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলে তা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া উচিত। এটা সব সময়ের জন্য দেওয়া হলে যারা নিয়মিত ভ্যাট দেয় তারা নিরুৎসাহিত হবেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ২০ হাজার কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল, তার সম্পূর্ণটা এখনো দেওয়া হয়নি। ২০২১-২২ অর্থবছরের বাজেটে আমরা আরও একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবি জানাচ্ছি। আগামী অর্থবছরের বাজেটে অগ্রিম আয়কর (এআইটি), আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করাসহ আরও কয়েকটি দাবি জানান তিনি।
জসিম উদ্দিন বলেন, অগ্রিম আয়কর (এটিআই) বেআইনি। এফবিসিসিআই থেকে বিদ্যমান পাঁচ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করার কথা বলা হয়েছিল। অথচ বাজেটে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। এতে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হবে। তিনি আরও বলেন, সর্বমোট প্রাপ্তি তিন কোটি টাকা বা ততোধিক হলে ব্যক্তি আয়করদাতাদের ন্যূনতম কর হার দশমিক ৫০ থেকে কমিয়ে দশমিক ২৫ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সকল প্রতিষ্ঠানের ন্যূনতম কর হার দশমিক ২৫ করা, আগামী এক বছরের জন্য ই-কমার্সকে উৎসে করের আওতা বহির্ভূত রাখা, মূল্য সংযোজন কর আইন সহজীকরণে অর্থ মন্ত্রণালয়, এনবিআর এবং এফবিসিসিআইয়ের সমন্বয়ে টাস্কফোর্স গঠন, এনবিআরের পলিসি উইং এবং বাজেট বাস্তবায়ন উইংকে পৃথক করার দাবি জানানো হয়।

ঢাকা: দেশের ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় প্রক্রিয়া সহজ করতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা ভ্যাট–ট্যাক্স দিতে চায় কিন্তু পদ্ধতিটা সহজ হওয়া উচিত। সরকার এত বড় বাজেট দিচ্ছে, ভ্যাট আদায় প্রক্রিয়ায় সরকারের বিনিয়োগ বাড়ানো উচিত। এ ছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন আরও একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান উপস্থিত ছিলেন।
জসিম উদ্দিন বলেন, ভ্যাট আদায়ে একটা মার্কেটে একশটা দোকান থাকলে ১০টা দোকানে মেশিন বসানো হলো। আমরা বলছি দিলে সবাইকে দেবেন, না দিলে দেবেন না। কত টাকা লাগে এখানে। বেশি টাকার তো দরকার নাই। সরকার এত টাকার বাজেট দিচ্ছে, এত কিছু করছে, এখানে বিনিয়োগ বাড়ানো উচিত। প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার এখানে এক টাকা বিনিয়োগ করলে ১০০ টাকা পাচ্ছে। তাহলে কেন বিনিয়োগ করছে না?
কালো টাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলে তা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া উচিত। এটা সব সময়ের জন্য দেওয়া হলে যারা নিয়মিত ভ্যাট দেয় তারা নিরুৎসাহিত হবেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ২০ হাজার কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল, তার সম্পূর্ণটা এখনো দেওয়া হয়নি। ২০২১-২২ অর্থবছরের বাজেটে আমরা আরও একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবি জানাচ্ছি। আগামী অর্থবছরের বাজেটে অগ্রিম আয়কর (এআইটি), আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করাসহ আরও কয়েকটি দাবি জানান তিনি।
জসিম উদ্দিন বলেন, অগ্রিম আয়কর (এটিআই) বেআইনি। এফবিসিসিআই থেকে বিদ্যমান পাঁচ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করার কথা বলা হয়েছিল। অথচ বাজেটে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। এতে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হবে। তিনি আরও বলেন, সর্বমোট প্রাপ্তি তিন কোটি টাকা বা ততোধিক হলে ব্যক্তি আয়করদাতাদের ন্যূনতম কর হার দশমিক ৫০ থেকে কমিয়ে দশমিক ২৫ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সকল প্রতিষ্ঠানের ন্যূনতম কর হার দশমিক ২৫ করা, আগামী এক বছরের জন্য ই-কমার্সকে উৎসে করের আওতা বহির্ভূত রাখা, মূল্য সংযোজন কর আইন সহজীকরণে অর্থ মন্ত্রণালয়, এনবিআর এবং এফবিসিসিআইয়ের সমন্বয়ে টাস্কফোর্স গঠন, এনবিআরের পলিসি উইং এবং বাজেট বাস্তবায়ন উইংকে পৃথক করার দাবি জানানো হয়।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৪ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১২ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১২ ঘণ্টা আগে