নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদায়ী সপ্তাহে দেশের পুঁজিবাজারে ইতিবাচক লেনদেন হয়েছে। টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে দেশের দুটি পুঁজিবাজার মিলিয়ে বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৬১০ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেনের তথ্য বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।
তথ্যমতে, ডিএসইতে বিদায়ী সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৩৩১ কোটি ৫ লাখ ৭৩ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা। অর্থাৎ এই সময়ে বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১০ হাজার ১৩৫ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার টাকা।
অপর বাজার সিএসইতে সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৯ হাজার ২৫৬ কোটি ৮৭ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৭৮২ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ মূলধন কমেছে ৭ হাজার ৪৭৪ কোটি ৬৪ লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে দুটি স্টক এক্সচেঞ্জ মিলিয়ে দেশের পুঁজিবাজারের মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১৭ হাজার ৬১০ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা।
সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৫ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৬৭১ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার টাকা।
সপ্তাহজুড়ে ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০ টি, কমেছে ২৩টি এবং অপরিবর্তিত ছিল ১৯৪ টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪১ পয়েন্টে অবস্থান করছে। বেড়েছে অপর দুই সূচকও।
অন্যদিকে সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ১৪ লাখ ২৮ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন ছিল ৮৪ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। সপ্তাহজুড়ে ৩১৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত ছিল ১৪৯ টির। এর প্রভাবে এক্সচেঞ্জটির প্রধান সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে দেশের পুঁজিবাজারে ইতিবাচক লেনদেন হয়েছে। টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে দেশের দুটি পুঁজিবাজার মিলিয়ে বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৬১০ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেনের তথ্য বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।
তথ্যমতে, ডিএসইতে বিদায়ী সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৩৩১ কোটি ৫ লাখ ৭৩ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা। অর্থাৎ এই সময়ে বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১০ হাজার ১৩৫ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার টাকা।
অপর বাজার সিএসইতে সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৯ হাজার ২৫৬ কোটি ৮৭ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৭৮২ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ মূলধন কমেছে ৭ হাজার ৪৭৪ কোটি ৬৪ লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে দুটি স্টক এক্সচেঞ্জ মিলিয়ে দেশের পুঁজিবাজারের মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১৭ হাজার ৬১০ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা।
সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৫ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৬৭১ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার টাকা।
সপ্তাহজুড়ে ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০ টি, কমেছে ২৩টি এবং অপরিবর্তিত ছিল ১৯৪ টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪১ পয়েন্টে অবস্থান করছে। বেড়েছে অপর দুই সূচকও।
অন্যদিকে সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ১৪ লাখ ২৮ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন ছিল ৮৪ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। সপ্তাহজুড়ে ৩১৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত ছিল ১৪৯ টির। এর প্রভাবে এক্সচেঞ্জটির প্রধান সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩১ পয়েন্টে।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৫ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১২ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১২ ঘণ্টা আগে