নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ ৩০ শতাংশের কম হলে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সরাসরি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে না। কোম্পানির নমিনেশন ও রেমুনারেশন কমিটির (এনআরসি) সুপারিশের ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি নিয়ে পরিচালনা পর্ষদই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে পারবে।
আজ রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র আবুল কালাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল কালাম জানান, গত ২৭ মে অনুষ্ঠিত বিএসইসির ৯৫৭ তম কমিশন সভায় সিদ্ধান্ত হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি এবং যেসব কোম্পানিতে উদ্যোক্তা ও পরিচালকদের যৌথভাবে ৩০ শতাংশের নিচে শেয়ার রয়েছে, সেসব কোম্পানিতে ‘করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮’ পরিপালন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএসইসি থেকে বিষয়টি জানানোর পরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত এ-সংক্রান্ত সংবাদে অস্পষ্টতা বা বিভ্রান্তি দেখা যাচ্ছে।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, ‘করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ ’-এর বিধান অনুযায়ী কোম্পানির নমিনেশন ও রেমুনারেশন কমিটি (এনআরসি) ‘ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়া’ বিবেচনায় নিয়ে স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে সুপারিশ পেশ করবে। এরপর পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের (বিএসইসি এবং প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক) সম্মতির জন্য পাঠাবে। কর্তৃপক্ষের সম্মতি সাপেক্ষে কোম্পানির পরিচালনা পর্ষদই স্বতন্ত্র পরিচালক নিয়োগ করবে। পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন নিতে হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ ৩০ শতাংশের কম হলে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সরাসরি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে না। কোম্পানির নমিনেশন ও রেমুনারেশন কমিটির (এনআরসি) সুপারিশের ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি নিয়ে পরিচালনা পর্ষদই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে পারবে।
আজ রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র আবুল কালাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল কালাম জানান, গত ২৭ মে অনুষ্ঠিত বিএসইসির ৯৫৭ তম কমিশন সভায় সিদ্ধান্ত হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি এবং যেসব কোম্পানিতে উদ্যোক্তা ও পরিচালকদের যৌথভাবে ৩০ শতাংশের নিচে শেয়ার রয়েছে, সেসব কোম্পানিতে ‘করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮’ পরিপালন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএসইসি থেকে বিষয়টি জানানোর পরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত এ-সংক্রান্ত সংবাদে অস্পষ্টতা বা বিভ্রান্তি দেখা যাচ্ছে।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, ‘করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ ’-এর বিধান অনুযায়ী কোম্পানির নমিনেশন ও রেমুনারেশন কমিটি (এনআরসি) ‘ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়া’ বিবেচনায় নিয়ে স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে সুপারিশ পেশ করবে। এরপর পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের (বিএসইসি এবং প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক) সম্মতির জন্য পাঠাবে। কর্তৃপক্ষের সম্মতি সাপেক্ষে কোম্পানির পরিচালনা পর্ষদই স্বতন্ত্র পরিচালক নিয়োগ করবে। পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন নিতে হবে।

জেসিআই বাংলাদেশ গর্বের সঙ্গে ২০২৬ সালের ন্যাশনাল জেসিআই ইন বিজনেস (জেবিআই) কমিটি ঘোষণা করছে। এই কমিটিতে রয়েছেন অভিজ্ঞ ও উদ্যমী ব্যবসায়ী নেতারা, যাঁরা উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও সারা দেশে অর্থবহ ব্যবসায়িক সংযোগ তৈরিতে কাজ করবেন।
২ ঘণ্টা আগে
বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে অচলাবস্থার কারণে চীন আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপক পরিমাণে পাইকারি এলপিজি কিনেছে। গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালোতালিকাভুক্ত করা হয়।
৬ ঘণ্টা আগে
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
১০ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
১২ ঘণ্টা আগে