নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগের সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকার পর বিদায়ী সপ্তাহে ফের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন দরপতনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭৫ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি পুঁজিবাজারের চতুর্থ সপ্তাহ। নতুন সরকারের চার সপ্তাহের মধ্যে তিন সপ্তাহেই পুঁজিবাজারে পতন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে চার গুণের বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টির, বিপরীতে দর কমেছে ৩১১টির। আর ৮টির লেনদেন হয়েছে আগের দরে। এতে সপ্তাহ শেষে সাধারণ সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ।
আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১০৪ পয়েন্ট। তার আগের দুই সপ্তাহে কমে ২০৩ ও ২০ পয়েন্ট। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের চার সপ্তাহে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৯৪ পয়েন্ট।
এদিকে বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ২ শতাংশ।
মূল্যসূচক কমলেও গত সপ্তাহে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৮১ লাখ টাকা, যা আগের সপ্তাহে প্রতিদিন ছিল ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা বা শূন্য দশমিক ৭৯ শতাংশ।

আগের সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকার পর বিদায়ী সপ্তাহে ফের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন দরপতনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭৫ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি পুঁজিবাজারের চতুর্থ সপ্তাহ। নতুন সরকারের চার সপ্তাহের মধ্যে তিন সপ্তাহেই পুঁজিবাজারে পতন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে চার গুণের বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টির, বিপরীতে দর কমেছে ৩১১টির। আর ৮টির লেনদেন হয়েছে আগের দরে। এতে সপ্তাহ শেষে সাধারণ সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ।
আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১০৪ পয়েন্ট। তার আগের দুই সপ্তাহে কমে ২০৩ ও ২০ পয়েন্ট। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের চার সপ্তাহে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৯৪ পয়েন্ট।
এদিকে বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ২ শতাংশ।
মূল্যসূচক কমলেও গত সপ্তাহে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৮১ লাখ টাকা, যা আগের সপ্তাহে প্রতিদিন ছিল ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা বা শূন্য দশমিক ৭৯ শতাংশ।

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) আয়োজিত এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট নেটওয়ার্কিং সেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
১ ঘণ্টা আগে
অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
১৩ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
১৬ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
১৮ ঘণ্টা আগে