Ajker Patrika

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি জাহিদ হোসেন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৬: ৪১
মো. জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত
মো. জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন মো. জাহিদ হোসেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাংকিং সেক্টরে ২৯ বছরের অধিক বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিজনেস ডেভেলপমেন্ট-স্পেশাল ফোকাস অন করপোরেট ব্যাংকিং, অ্যাসেট কোয়ালিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স অ্যান্ড কন্ট্রোল বিষয়ে জাহিদের রয়েছে বিশেষ দক্ষতা। জাহিদ ১৯৯৬ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ব্যাংক এশিয়ায় যোগদান করেন, সেখানে তিনি দীর্ঘ ২১ বছরের বেশি সময় শাখা পর্যায়ে ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বপালন করেন।

জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে বি. কম (সম্মান) এবং ফিন্যান্স থেকে এম. কম করেছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) অর্জন করেন। এ ছাড়া তিনি দেশে ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি বক্তা হিসেবে পাঠদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত