নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিমা খাতে ৪ হাজার ৪২২ কোটি ৫৮ লাখ টাকার বেশি বিমা দাবি অনিষ্পন্ন রয়েছে। এর মধ্যে জীবনবিমায় অনিষ্পন্ন দাবির পরিমাণ ২ হাজার ৯৯৭ কোটি ৬৬ লাখ টাকা এবং সাধারণ বিমায় ১ হাজার ৪২৪ কোটি ৯৩ লাখ টাকা।
২০২৩ সালের সেপ্টেম্বরের হিসাব প্রকাশ করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অংশ হিসেবে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছর শেষে দেশের বিমা খাতে অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৪ হাজার ৫২৯ কোটি ৫৫ লাখ টাকা। আর নতুন অর্থবছরের শুরুতে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে নতুন করে ২ হাজার ২৭৯ কোটি ৬৬ লাখ টাকার বিমা দাবি উত্থাপন করা হয়েছে। সে হিসাবে মোট অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৬ হাজার ৮০৯ কোটি ২১ লাখ টাকা।
এর মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে মোট ২ হাজার ৩৮৬ কোটি ৬৩ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে জীবনবিমা খাতে পরিশোধ করা হয়েছে ২ হাজার ৫৪ কোটি ২০ লাখ টাকা এবং সাধারণ বিমা খাতে পরিশোধ করা হয়েছে ৩৩২ কোটি ৪৩ লাখ টাকা।
এ বিষয়ে আইডিআরএর পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিমা দাবি নিষ্পত্তির হার বেশ ভালো। এই সময়ে যে হারে বিমা দাবি নিষ্পত্তি হয়েছে, সেটা আগে কখনো হয়নি।

দেশের বিমা খাতে ৪ হাজার ৪২২ কোটি ৫৮ লাখ টাকার বেশি বিমা দাবি অনিষ্পন্ন রয়েছে। এর মধ্যে জীবনবিমায় অনিষ্পন্ন দাবির পরিমাণ ২ হাজার ৯৯৭ কোটি ৬৬ লাখ টাকা এবং সাধারণ বিমায় ১ হাজার ৪২৪ কোটি ৯৩ লাখ টাকা।
২০২৩ সালের সেপ্টেম্বরের হিসাব প্রকাশ করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অংশ হিসেবে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছর শেষে দেশের বিমা খাতে অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৪ হাজার ৫২৯ কোটি ৫৫ লাখ টাকা। আর নতুন অর্থবছরের শুরুতে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে নতুন করে ২ হাজার ২৭৯ কোটি ৬৬ লাখ টাকার বিমা দাবি উত্থাপন করা হয়েছে। সে হিসাবে মোট অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৬ হাজার ৮০৯ কোটি ২১ লাখ টাকা।
এর মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে মোট ২ হাজার ৩৮৬ কোটি ৬৩ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে জীবনবিমা খাতে পরিশোধ করা হয়েছে ২ হাজার ৫৪ কোটি ২০ লাখ টাকা এবং সাধারণ বিমা খাতে পরিশোধ করা হয়েছে ৩৩২ কোটি ৪৩ লাখ টাকা।
এ বিষয়ে আইডিআরএর পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিমা দাবি নিষ্পত্তির হার বেশ ভালো। এই সময়ে যে হারে বিমা দাবি নিষ্পত্তি হয়েছে, সেটা আগে কখনো হয়নি।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
৫ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
৫ ঘণ্টা আগে