নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে আরও সময় দিতে রাজি আছেন গ্রাহকেরা। সেই সঙ্গে রাসেলকে নজরদারিতে রেখে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন গ্রাহকেরা।
সংবাদ সম্মেলনে গ্রাহকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ‘ইভ্যালি মার্চেন্ট এবং ভোক্তাবৃন্দ’-এর কো-সমন্বয়ক সাকিব হাসান।
ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তিসহ সাত দফা দাবি পেশ করেন তাঁরা। পণ্য ফেরত দিতে এবং বর্তমান সমস্যা কাটিয়ে উঠতে ইভ্যালির ক্রেতা ও বিক্রেতারা আরও সময় দিতে রাজি আছেন বলে জানান। পর্যাপ্ত সময় দিলে ইভ্যালি গ্রাহকদের পণ্য এবং মার্চেন্টদের অর্থ ফেরত দিতে পারবে বলে তাদের আশা। এই টাকা ফেরত না পেলে ঋণগ্রস্ত হয়ে পথে বসতে হবে বলে উল্লেখ করেন ক্ষতিগ্রস্ত মার্চেন্ট-ক্রেতারা।
‘ইভ্যালি মার্চেন্ট এবং ভোক্তাবৃন্দ’-এর কো-সমন্বয়ক সাকিব হাসান বলেন, প্রায় ৭৪ লাখ গ্রাহক, ৩৫ হাজারের অধিক বিক্রেতা এবং ৫ হাজারের অধিক কর্মকর্তা-কর্মচারী প্রত্যক্ষভাবে ইভ্যালির সঙ্গে সম্পৃক্ত। সামান্য কয়েকটি অভিযোগে ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাগারে রাখা দুঃখজনক। ইভ্যালির বর্তমান সংকট মোকাবিলা করতে ব্যর্থ হলে এতগুলো পরিবারকে পথে বসতে হবে।
কারাগারে রাখা কোনো সমাধান নয় উল্লেখ করে তিনি বলেন, ৪০ জুন থেকে এসওপি সার্ভিস চালুর পর থেকে বর্তমানে কোনো গ্রাহকের প্রতারিত হওয়ার সুযোগ নেই। পুরাতন পণ্যের ডেলিভারি দিতে রাসেল সময় চেয়েছেন, আমরা গ্রাহকেরা তাঁকে সময় দিয়ে সহযোগিতা করতে চাই। বর্তমানে ইভ্যালি নিজস্বভাবে কোনো ভর্তুকি দিচ্ছে না, মার্চেন্টদের প্রদত্ত কমিশনই ভোক্তাদের জন্য ডিসকাউন্ট হিসেবে থাকে।
এ সময় তাঁরা রাসেল ও শামীমা নাসরিনের মুক্তিসহ সাত দফা দাবি তুলে ধরেন। উল্লেখযোগ্য দাবিগুলো হলো—মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি; রাসেলকে নজরদারিতে রেখে ব্যবসা করার সুযোগ দেওয়া; ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দেওয়া এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্সসহ ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করা।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে আরও সময় দিতে রাজি আছেন গ্রাহকেরা। সেই সঙ্গে রাসেলকে নজরদারিতে রেখে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন গ্রাহকেরা।
সংবাদ সম্মেলনে গ্রাহকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ‘ইভ্যালি মার্চেন্ট এবং ভোক্তাবৃন্দ’-এর কো-সমন্বয়ক সাকিব হাসান।
ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তিসহ সাত দফা দাবি পেশ করেন তাঁরা। পণ্য ফেরত দিতে এবং বর্তমান সমস্যা কাটিয়ে উঠতে ইভ্যালির ক্রেতা ও বিক্রেতারা আরও সময় দিতে রাজি আছেন বলে জানান। পর্যাপ্ত সময় দিলে ইভ্যালি গ্রাহকদের পণ্য এবং মার্চেন্টদের অর্থ ফেরত দিতে পারবে বলে তাদের আশা। এই টাকা ফেরত না পেলে ঋণগ্রস্ত হয়ে পথে বসতে হবে বলে উল্লেখ করেন ক্ষতিগ্রস্ত মার্চেন্ট-ক্রেতারা।
‘ইভ্যালি মার্চেন্ট এবং ভোক্তাবৃন্দ’-এর কো-সমন্বয়ক সাকিব হাসান বলেন, প্রায় ৭৪ লাখ গ্রাহক, ৩৫ হাজারের অধিক বিক্রেতা এবং ৫ হাজারের অধিক কর্মকর্তা-কর্মচারী প্রত্যক্ষভাবে ইভ্যালির সঙ্গে সম্পৃক্ত। সামান্য কয়েকটি অভিযোগে ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাগারে রাখা দুঃখজনক। ইভ্যালির বর্তমান সংকট মোকাবিলা করতে ব্যর্থ হলে এতগুলো পরিবারকে পথে বসতে হবে।
কারাগারে রাখা কোনো সমাধান নয় উল্লেখ করে তিনি বলেন, ৪০ জুন থেকে এসওপি সার্ভিস চালুর পর থেকে বর্তমানে কোনো গ্রাহকের প্রতারিত হওয়ার সুযোগ নেই। পুরাতন পণ্যের ডেলিভারি দিতে রাসেল সময় চেয়েছেন, আমরা গ্রাহকেরা তাঁকে সময় দিয়ে সহযোগিতা করতে চাই। বর্তমানে ইভ্যালি নিজস্বভাবে কোনো ভর্তুকি দিচ্ছে না, মার্চেন্টদের প্রদত্ত কমিশনই ভোক্তাদের জন্য ডিসকাউন্ট হিসেবে থাকে।
এ সময় তাঁরা রাসেল ও শামীমা নাসরিনের মুক্তিসহ সাত দফা দাবি তুলে ধরেন। উল্লেখযোগ্য দাবিগুলো হলো—মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি; রাসেলকে নজরদারিতে রেখে ব্যবসা করার সুযোগ দেওয়া; ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দেওয়া এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্সসহ ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করা।

১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দেশের দুই শীর্ষ খাত—বস্ত্রকল ও রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মালিকেরা। দেশীয় সুতাশিল্প সুরক্ষার যুক্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সুবিধা তুলে নেওয়ার পথে হাঁটলেও, তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা
৫ ঘণ্টা আগে
২০২৫-২৬ অর্থবছরের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যত স্থবিরতা কাটেনি। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সর্বনিম্ন পর্যায়ে নেমে এস
৫ ঘণ্টা আগে
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে—সমালোচিত ও বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত আবুল খায়ের হিরুর এমন বার্তার পরই দেশের পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তুলনায় দরবৃদ্ধি হয়েছে প্রায় ৭ গুণ।
৫ ঘণ্টা আগে
বন্ড সুবিধার আড়ালে কেএলডি অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে শুল্ক-কর ফাঁকি ও রপ্তানি জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে কাস্টমসের এক তদন্তে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন বছরে প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানি করা ১৭৯ টন কাপড় ও অ্যাকসেসরিজ উৎপাদনে ব্যবহার না করে ইসলামপুরসহ বিভিন্ন অনুমোদনহীন বাজারে
৫ ঘণ্টা আগে