নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারি এবং বেসরকারি খাতসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ রোববার ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।
ইত্তেফাক কার্যালয়ে গোলটেবিল বৈঠকটির আয়োজন করে দৈনিক ইত্তেফাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব জুয়েনা আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সচিব (এসডিজি বিষয়ক) মোহাম্মদ মনিরুল ইসলাম।
জুয়েনা আজিজ বলেন, ‘এসডিজি বাস্তবায়নে সবাইকে সমন্বিত কাজ করতে হবে। ১৭টি লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়গুলোকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী কাজ হচ্ছে কি না তা মনিটরিং করা হচ্ছে। এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ।’
ইউএনডিপির প্রতিনিধি ফখরুল আহসান বলেন, ‘লক্ষ্য অর্জনে বেসরকারি খাতকেও আস্থায় আনতে হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে।’
অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, ‘অর্থনীতিতে বেসরকারি খাতের অবদানের পাশাপাশি তাদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন আছে। অনেক ক্ষেত্রে তাদের মাধ্যমে টাকা বিদেশে চলে যাচ্ছে। তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘অনেক বেসরকারি প্রতিষ্ঠান শুধু ব্যবসা করেই যাচ্ছে, কিন্তু বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। তাই কর্মসংস্থান বাড়ছে না। কিছু বহুজাতিক প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার আওতায় কর্মসূচি নিলেও অনেক প্রতিষ্ঠানই অনুৎপাদনশীল কাজে যুক্ত।’
এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক সাংবাদিক জ. ই. মামুন বলেন, ‘রুয়ান্ডার মতো দেশ ঘোষণা দিয়েছে যে, তারা প্লাস্টিক বর্জন করবে। মালদ্বীপও একই সিদ্ধান্ত নিয়েছে। অথচ আমাদের এখানে এখনো এমন উদ্যোগ দেখা যায়নি।’
ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন—ইউনিলিভারের পরিচালক শামীমা আক্তার, সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের (এমজিএইচ গ্রুপ) সহকারী পরিচালক বাশিরা হারুন, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল প্রমুখ।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারি এবং বেসরকারি খাতসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ রোববার ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।
ইত্তেফাক কার্যালয়ে গোলটেবিল বৈঠকটির আয়োজন করে দৈনিক ইত্তেফাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব জুয়েনা আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সচিব (এসডিজি বিষয়ক) মোহাম্মদ মনিরুল ইসলাম।
জুয়েনা আজিজ বলেন, ‘এসডিজি বাস্তবায়নে সবাইকে সমন্বিত কাজ করতে হবে। ১৭টি লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়গুলোকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী কাজ হচ্ছে কি না তা মনিটরিং করা হচ্ছে। এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ।’
ইউএনডিপির প্রতিনিধি ফখরুল আহসান বলেন, ‘লক্ষ্য অর্জনে বেসরকারি খাতকেও আস্থায় আনতে হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে।’
অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, ‘অর্থনীতিতে বেসরকারি খাতের অবদানের পাশাপাশি তাদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন আছে। অনেক ক্ষেত্রে তাদের মাধ্যমে টাকা বিদেশে চলে যাচ্ছে। তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘অনেক বেসরকারি প্রতিষ্ঠান শুধু ব্যবসা করেই যাচ্ছে, কিন্তু বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। তাই কর্মসংস্থান বাড়ছে না। কিছু বহুজাতিক প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার আওতায় কর্মসূচি নিলেও অনেক প্রতিষ্ঠানই অনুৎপাদনশীল কাজে যুক্ত।’
এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক সাংবাদিক জ. ই. মামুন বলেন, ‘রুয়ান্ডার মতো দেশ ঘোষণা দিয়েছে যে, তারা প্লাস্টিক বর্জন করবে। মালদ্বীপও একই সিদ্ধান্ত নিয়েছে। অথচ আমাদের এখানে এখনো এমন উদ্যোগ দেখা যায়নি।’
ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন—ইউনিলিভারের পরিচালক শামীমা আক্তার, সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের (এমজিএইচ গ্রুপ) সহকারী পরিচালক বাশিরা হারুন, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল প্রমুখ।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপারসন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান দেশজুড়ে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
৯ মিনিট আগে
বাংলাদেশে ভোটের দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন—এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক মূল্যায়নে।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র ধারার কবি, উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান গত শনিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। ‘ফয়েজ আলম: তার সৃষ্টিশীল পথরেখা’ শিরোনামে অনুষ্ঠিত ওই শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভায় অতিথি হিসেবে
২ ঘণ্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
৪ ঘণ্টা আগে