নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান। একইসঙ্গে তাঁকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে। গতকাল সোমবার (৩০ জুন) ডিএসইর পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়।
দেশের প্রধান স্টক এক্সচেঞ্জের নেতৃত্ব সংকট কাটিয়ে সাময়িক স্থিতিশীলতা আনতেই এ পদক্ষেপ নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ। বিষয়টি নিশ্চিত করে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন আজকের পত্রিকাকে বলেন, সিওও পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। যোগ্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আসাদুর রহমানকে সিওও পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
ডিএসইর এমডি পদ ২০২৪ সালের মে মাস থেকে শূন্য রয়েছে। তখনকার এমডি ড. এ টি এম তারিকুজ্জামান পদত্যাগ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে যোগ দেন। তবে সেপ্টেম্বরেই সরকার তাঁকে কমিশনার পদ থেকে অপসারণ করে। এরপর থেকেই ডিএসইর শীর্ষ নেতৃত্বে অস্থায়ী ভিত্তিতে কর্মকর্তারা দায়িত্ব পালন করে আসছেন।
আসাদুর রহমানের আগে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এ জি এম সাত্তিক আহমেদ শাহ অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছিলেন। তবে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২৯ জুন শেষ হওয়ায় পদটি পুনরায় শূন্য হয়ে যায়। পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে আসাদুর রহমানকে সিওও পদে নিয়োগ দিয়ে ডিএসইর ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব প্রদান করা হয়।
চলমান নেতৃত্ব সংকট নিরসনে গত বছরের নভেম্বরে ডিএসই এমডি, সিওও এবং সিটিও পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তবে এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
ডিএসইতে সি-সুইট বা সি লেভেল এক্সিকিউটিভদের (সিইও, সিওও, সিটিও ইত্যাদি) পদগুলো চুক্তিভিত্তিক। জেনারেল ম্যানেজার হিসেবে আসাদুর রহমান এতদিন ডিএসইর স্থায়ী কর্মী ছিলেন। সিওও হিসেবে তাঁকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবারই দায়িত্ব গ্রহণ করেছেন আসাদুর রহমান। বিষয়টি নিশ্চিত করে তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল থেকেই নিয়োগ কার্যকর হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আমি ডিএসইর লোক। শুধু পদ বদলেছে, কাজ আগে থেকেই করে যাচ্ছি।
ডিএসইর উন্নয়নে কাজ করার প্রত্যয় জানিয়ে আসাদুর রহমান বলেন, লক্ষ্য ও উদ্দেশ্য হলো সকলের সহযোগিতায় এক্সচেঞ্জের জন্য করা। এখনও করছি। কিন্তু ওপরের পদে গেলে কাজ করার সুযোগ বেশি থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মোহাম্মদ আসাদুর রহমান ২০১০ সালে ১৫ এপ্রিল সহকারী মহাব্যবস্থাপক হিসেবে ডিএসইতে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ২০১৩ সালের ২২ এপ্রিল উপ-মহাব্যবস্থাপক হন। ২০১৭ সালের ২৭ এপ্রিল গত ২৯ জুন পর্যন্ত তিনি জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ৷
আসাদুর রহমান ডিএসই ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছিলে। ডিএসইর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিচালিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম আইভিএলপি (ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশীপ প্রোগ্রাম) অ্যালামনাই—এর একজন সদস্য।
ডিমিউচুয়ালাইজেশনের পর থেকে এখন পর্যন্ত কেবল কেএএম মাজেদুর রহমানই ডিএসইর এমডি হিসেবে তার পূর্ণ তিন বছর মেয়াদ শেষ করেছেন। তাঁর পরবর্তী এমডিরা কেউই পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান। একইসঙ্গে তাঁকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে। গতকাল সোমবার (৩০ জুন) ডিএসইর পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়।
দেশের প্রধান স্টক এক্সচেঞ্জের নেতৃত্ব সংকট কাটিয়ে সাময়িক স্থিতিশীলতা আনতেই এ পদক্ষেপ নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ। বিষয়টি নিশ্চিত করে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন আজকের পত্রিকাকে বলেন, সিওও পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। যোগ্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আসাদুর রহমানকে সিওও পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
ডিএসইর এমডি পদ ২০২৪ সালের মে মাস থেকে শূন্য রয়েছে। তখনকার এমডি ড. এ টি এম তারিকুজ্জামান পদত্যাগ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে যোগ দেন। তবে সেপ্টেম্বরেই সরকার তাঁকে কমিশনার পদ থেকে অপসারণ করে। এরপর থেকেই ডিএসইর শীর্ষ নেতৃত্বে অস্থায়ী ভিত্তিতে কর্মকর্তারা দায়িত্ব পালন করে আসছেন।
আসাদুর রহমানের আগে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এ জি এম সাত্তিক আহমেদ শাহ অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছিলেন। তবে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২৯ জুন শেষ হওয়ায় পদটি পুনরায় শূন্য হয়ে যায়। পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে আসাদুর রহমানকে সিওও পদে নিয়োগ দিয়ে ডিএসইর ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব প্রদান করা হয়।
চলমান নেতৃত্ব সংকট নিরসনে গত বছরের নভেম্বরে ডিএসই এমডি, সিওও এবং সিটিও পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তবে এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
ডিএসইতে সি-সুইট বা সি লেভেল এক্সিকিউটিভদের (সিইও, সিওও, সিটিও ইত্যাদি) পদগুলো চুক্তিভিত্তিক। জেনারেল ম্যানেজার হিসেবে আসাদুর রহমান এতদিন ডিএসইর স্থায়ী কর্মী ছিলেন। সিওও হিসেবে তাঁকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবারই দায়িত্ব গ্রহণ করেছেন আসাদুর রহমান। বিষয়টি নিশ্চিত করে তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল থেকেই নিয়োগ কার্যকর হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আমি ডিএসইর লোক। শুধু পদ বদলেছে, কাজ আগে থেকেই করে যাচ্ছি।
ডিএসইর উন্নয়নে কাজ করার প্রত্যয় জানিয়ে আসাদুর রহমান বলেন, লক্ষ্য ও উদ্দেশ্য হলো সকলের সহযোগিতায় এক্সচেঞ্জের জন্য করা। এখনও করছি। কিন্তু ওপরের পদে গেলে কাজ করার সুযোগ বেশি থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মোহাম্মদ আসাদুর রহমান ২০১০ সালে ১৫ এপ্রিল সহকারী মহাব্যবস্থাপক হিসেবে ডিএসইতে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ২০১৩ সালের ২২ এপ্রিল উপ-মহাব্যবস্থাপক হন। ২০১৭ সালের ২৭ এপ্রিল গত ২৯ জুন পর্যন্ত তিনি জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ৷
আসাদুর রহমান ডিএসই ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছিলে। ডিএসইর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিচালিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম আইভিএলপি (ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশীপ প্রোগ্রাম) অ্যালামনাই—এর একজন সদস্য।
ডিমিউচুয়ালাইজেশনের পর থেকে এখন পর্যন্ত কেবল কেএএম মাজেদুর রহমানই ডিএসইর এমডি হিসেবে তার পূর্ণ তিন বছর মেয়াদ শেষ করেছেন। তাঁর পরবর্তী এমডিরা কেউই পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি।

দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট কাটাতে এবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বিপিসির নিজস্ব সক্ষমতা না থাকায় এলপি...
২ ঘণ্টা আগে
বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এই সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকা আসছেন...
৭ ঘণ্টা আগে
বেজার সঙ্গে চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন করবে, যেখানে তুলনামূলকভাবে কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং গ্যাসের প্রয়োজন হবে না।
১১ ঘণ্টা আগে
উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
১৪ ঘণ্টা আগে