
কোয়ার্টার ফাইনালে জেতে হলে কানাডা নারী ফুটবল দলের জয়ের কোনো বিকল্পই ছিল না। কারণ প্যারিস অলিম্পিকে ড্রোন কাণ্ডে গুপ্তচরবৃত্তির দায়ে ফিফা আগে থেকেই ৬ পয়েন্ট কেটে নেয় তাদের থেকে। ৬ পয়েন্টের ঘাটতি নিয়ে কানাডা গত রাতে কলম্বিয়াকে হারিয়ে নারী অলিম্পিকের শেষ আটে উঠেছে কানাডা।
৬ পয়েন্ট কেটে নেওয়ায় ফিফার বিরুদ্ধে আপিলও করেছিল কানাডা। তাতে অবশ্য উপকার হয়নি কানাডা নারী ফুটবল দলের। প্রথম দুই ম্যাচ জয়ের পরও তাদের পয়েন্ট থাকে শূন্য। ‘শূন্য হস্তেই’ নিস স্টেডিয়ামে কানাডা নারী ফুটবল দল গত রাতে খেলতে নামে কলম্বিয়ার বিপক্ষে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর ৬১ মিনিটে গোলের দেখা পায় কানাডা।জেসি ফ্লেমিংয়ের ফ্রি কিক থেকে গোলটি করেন কানাডার ডিফেন্ডার ভ্যানেসা জাইলস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কানাডা। জার্মানির বিপক্ষে পরশু শেষ আটে মুখোমুখি হবে কানাডা।
কানাডা নারী ফুটবল দল ৩ পয়েন্ট পেলেও ৩ ম্যাচের ৩টিতেই জিতেছে। নিউজিল্যান্ড, ফ্রান্স দুই দলের বিপক্ষেই ২-১ ব্যবধানে জিতেছে কানাডা। ৬ পয়েন্ট ঘাটতি থাকায় ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল কানাডা। ফ্রান্স ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আট নিশ্চিত করেছে। ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় মূলত বাদ পড়েছে কলম্বিয়া। কানাডা ও কলম্বিয়ার গোল ব্যবধান +৩ ও ০। অপর দল নিউজিল্যান্ড ৩ ম্যাচের তিনটিতেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এর পরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এমন ঘটনার পরপরই চাকরিচ্যুত হয়েছেন কানাডা নারী ফুটবল দলের কোচ বেভ প্রিস্টম্যান। ফিফার থেকে এক বছরের নিষেধাজ্ঞাও তিনি পেয়েছেন। একই সঙ্গে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা।
আরও পড়ুন:

কোয়ার্টার ফাইনালে জেতে হলে কানাডা নারী ফুটবল দলের জয়ের কোনো বিকল্পই ছিল না। কারণ প্যারিস অলিম্পিকে ড্রোন কাণ্ডে গুপ্তচরবৃত্তির দায়ে ফিফা আগে থেকেই ৬ পয়েন্ট কেটে নেয় তাদের থেকে। ৬ পয়েন্টের ঘাটতি নিয়ে কানাডা গত রাতে কলম্বিয়াকে হারিয়ে নারী অলিম্পিকের শেষ আটে উঠেছে কানাডা।
৬ পয়েন্ট কেটে নেওয়ায় ফিফার বিরুদ্ধে আপিলও করেছিল কানাডা। তাতে অবশ্য উপকার হয়নি কানাডা নারী ফুটবল দলের। প্রথম দুই ম্যাচ জয়ের পরও তাদের পয়েন্ট থাকে শূন্য। ‘শূন্য হস্তেই’ নিস স্টেডিয়ামে কানাডা নারী ফুটবল দল গত রাতে খেলতে নামে কলম্বিয়ার বিপক্ষে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর ৬১ মিনিটে গোলের দেখা পায় কানাডা।জেসি ফ্লেমিংয়ের ফ্রি কিক থেকে গোলটি করেন কানাডার ডিফেন্ডার ভ্যানেসা জাইলস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কানাডা। জার্মানির বিপক্ষে পরশু শেষ আটে মুখোমুখি হবে কানাডা।
কানাডা নারী ফুটবল দল ৩ পয়েন্ট পেলেও ৩ ম্যাচের ৩টিতেই জিতেছে। নিউজিল্যান্ড, ফ্রান্স দুই দলের বিপক্ষেই ২-১ ব্যবধানে জিতেছে কানাডা। ৬ পয়েন্ট ঘাটতি থাকায় ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল কানাডা। ফ্রান্স ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আট নিশ্চিত করেছে। ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় মূলত বাদ পড়েছে কলম্বিয়া। কানাডা ও কলম্বিয়ার গোল ব্যবধান +৩ ও ০। অপর দল নিউজিল্যান্ড ৩ ম্যাচের তিনটিতেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এর পরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এমন ঘটনার পরপরই চাকরিচ্যুত হয়েছেন কানাডা নারী ফুটবল দলের কোচ বেভ প্রিস্টম্যান। ফিফার থেকে এক বছরের নিষেধাজ্ঞাও তিনি পেয়েছেন। একই সঙ্গে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা।
আরও পড়ুন:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
এখন থেকে পদ্মাসেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ডাকঘরের ডিজিটাল আর্থিক পরিষেবা নগদ।
২ ঘণ্টা আগে
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
২ ঘণ্টা আগে
বন্ড সুবিধা বহাল ও সরকারের সঙ্গে আলোচনা চান দেশের তৈরি পোশাক কারখানা মালিকেরা। ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই দাবি জানান তাঁরা।
৪ ঘণ্টা আগে