জয়নাল আবেদীন খান, ঢাকা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদহার বাড়ানোর পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন মুদ্রানীতিতে সুদহার বৃদ্ধি এবং ডলারের বাজার নিয়ন্ত্রণে নতুন পদ্ধতি যুক্ত করা হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণার সম্ভাব্য তারিখ ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামানোই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে নীতি সুদহার (রেপো রেট) আরও ১ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে এটি ১০ শতাংশ, যা বাড়লে হবে ১১ শতাংশ। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, মূল্যস্ফীতির সহনীয় হার ২-৩ শতাংশ এবং সুদহার ৩-৪ শতাংশ। ২০২২ সালের মে মাসের পর থেকে এ পর্যন্ত ১১ বার নীতি সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সূত্র জানায়, সুদের হার বৃদ্ধির মাধ্যমে বাজারে টাকার সরবরাহ কমানোর পথে হাঁটছেন গভর্নর ড. আহসান এইচ মনসুরও। এবার ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ সুদ বাড়ানো হতে পারে। বিষয়টি আগাম আঁচ করতে পেরে ব্যবসায়ী নেতারা গভর্নরের সঙ্গে দেখা করে বিদ্যমান সুদহার কমাতে অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৪ সালের ডিসেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ এবং সার্বিক মূল্যস্ফীতি ১০ দশমিক ৮৯ শতাংশ। গত বছরের গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৩৪ শতাংশ। ২০২৩ সালের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ।
বাজার নিয়ন্ত্রণে রেফারেন্স রেটের মাধ্যমে ডলার লেনদেনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিদিন নতুন রেট ঘোষণা করা হবে এবং বাংলাদেশ ব্যাংক সরাসরি ডলার কেনাবেচা করবে। ডলারের সর্বোচ্চ মূল্য ১২২ টাকার মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ থাকায় ডলারের ভাসমান বাজারব্যবস্থা (ফ্লোটিং রেট) চালু করতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। ডলারের ক্রলিং পেগ পদ্ধতি বাদ দিয়ে রেফারেন্স রেট নির্ধারণের মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, ডলারের রেট দীর্ঘদিন জোরপূর্বক আটকে রাখা হয়েছিল। তখন রিজার্ভও ভালো ছিল। তখন বাজারের সঙ্গে তাল মিলিয়ে টাকার মান কমালে এখন মূল্যস্ফীতির এত চাপ পড়ত না। কিন্তু কালক্ষেপণের পরে ডলারের দর ৮৫ থেকে ১২২ টাকা করা হয়। এতে দ্রব্যমূল্য বেড়ে যায়। এখন আবার বাজারের ওপর ছেড়ে দিতে চাইছে। তবে সেটাও আবার পুরোপুরি হচ্ছে না। সে জন্য সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। সুদ বাড়াতে হবে যৌক্তিক পর্যায়ে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদহার বাড়ানোর পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন মুদ্রানীতিতে সুদহার বৃদ্ধি এবং ডলারের বাজার নিয়ন্ত্রণে নতুন পদ্ধতি যুক্ত করা হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণার সম্ভাব্য তারিখ ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামানোই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে নীতি সুদহার (রেপো রেট) আরও ১ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে এটি ১০ শতাংশ, যা বাড়লে হবে ১১ শতাংশ। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, মূল্যস্ফীতির সহনীয় হার ২-৩ শতাংশ এবং সুদহার ৩-৪ শতাংশ। ২০২২ সালের মে মাসের পর থেকে এ পর্যন্ত ১১ বার নীতি সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সূত্র জানায়, সুদের হার বৃদ্ধির মাধ্যমে বাজারে টাকার সরবরাহ কমানোর পথে হাঁটছেন গভর্নর ড. আহসান এইচ মনসুরও। এবার ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ সুদ বাড়ানো হতে পারে। বিষয়টি আগাম আঁচ করতে পেরে ব্যবসায়ী নেতারা গভর্নরের সঙ্গে দেখা করে বিদ্যমান সুদহার কমাতে অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৪ সালের ডিসেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ এবং সার্বিক মূল্যস্ফীতি ১০ দশমিক ৮৯ শতাংশ। গত বছরের গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৩৪ শতাংশ। ২০২৩ সালের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ।
বাজার নিয়ন্ত্রণে রেফারেন্স রেটের মাধ্যমে ডলার লেনদেনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিদিন নতুন রেট ঘোষণা করা হবে এবং বাংলাদেশ ব্যাংক সরাসরি ডলার কেনাবেচা করবে। ডলারের সর্বোচ্চ মূল্য ১২২ টাকার মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ থাকায় ডলারের ভাসমান বাজারব্যবস্থা (ফ্লোটিং রেট) চালু করতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। ডলারের ক্রলিং পেগ পদ্ধতি বাদ দিয়ে রেফারেন্স রেট নির্ধারণের মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, ডলারের রেট দীর্ঘদিন জোরপূর্বক আটকে রাখা হয়েছিল। তখন রিজার্ভও ভালো ছিল। তখন বাজারের সঙ্গে তাল মিলিয়ে টাকার মান কমালে এখন মূল্যস্ফীতির এত চাপ পড়ত না। কিন্তু কালক্ষেপণের পরে ডলারের দর ৮৫ থেকে ১২২ টাকা করা হয়। এতে দ্রব্যমূল্য বেড়ে যায়। এখন আবার বাজারের ওপর ছেড়ে দিতে চাইছে। তবে সেটাও আবার পুরোপুরি হচ্ছে না। সে জন্য সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। সুদ বাড়াতে হবে যৌক্তিক পর্যায়ে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর আর্থিক স্বাস্থ্যচিত্র এখন শুধু দুর্বল তকমার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এদের ব্যবসার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ টিকে থাকা নিয়েই তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় চুক্তি (পিপিএ) মেয়াদ শেষ ও নতুন চুক্তির অনিশ্চয়তা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ
৫ ঘণ্টা আগে
ডিসেম্বরে প্রবাসী আয় নতুন রেকর্ড স্পর্শ করলেও বিশ্ববাজারে ধাক্কা খেয়েছে দেশের রপ্তানি খাত। বৈশ্বিক চাহিদার দুর্বলতা, মার্কিন শুল্ক, ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয় এবং প্রতিযোগী দেশগুলোর চাপ বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় ১৪ শতাংশ কমিয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের রপ্তানি আয়ের সার্বিক
৫ ঘণ্টা আগে
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারের মতো নাটকীয় ঘটনার মধ্যেও তেল উৎপাদনে কোনো পরিবর্তন আনছে না ওপেক প্লাস জোট। গতকাল রোববারের বৈঠকে উৎপাদনে স্থিতাবস্থা বজায় রাখার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন জোটের একাধিক প্রতিন
৫ ঘণ্টা আগে
বিএনপি ক্ষমতায় গেলে দেশে একটি বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় এবং এ লক্ষ্যে দলের সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে