নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪৬৪ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ৫৯০ টাকা ব্যয়ে এক লাখ ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এসব সার সংগ্রহ করবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন ক্রয় কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন পাওয়া প্রস্তাব সম্পর্কে জানান।
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কাতারের মুনতাজ থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৫৩০ টাকায় এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১১৯ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকায় কেনা হবে।
এ ছাড়া রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন থেকে ১১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৫৩০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার এবং আরেক লটে একই প্রতিষ্ঠান থেকে ১১৪ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৫৩০ টাকায় আরও ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৭৪ কোটি ২০ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়িত ‘কর্ণফুলী নদীর সদরঘাট হতে বাকলিয়া চর পর্যন্ত বর্জ্য অপসারণ এবং ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি’ প্রকল্পে ৫৩ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এ ছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের বাস্তবায়ন তদারকির জন্য কোরিয়ার ওজো (WOOJOO) ও সুনজিনকে (SUNJIN) যৌথভাবে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৫৩৯ টাকা।
অর্থমন্ত্রী জানান, ক্রয় কমিটিতে ৭৫১ কোটি ৭০ কোটি ৬৮ লাখ ১২০ টাকা ব্যয়ে সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে ২৮৭ কোটি ৯ লাখ ৯০ হাজার ২৩৯ টাকা। আর দেশীয় ব্যাংক থেকে ৪৬৪ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ৫৯০ টাকা ঋণ নেওয়া হবে।
এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি খাদ্য অধিদপ্তরকে রাশিয়ান ফেডারেশন থেকে জিটুজি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন গম কেনার প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে। সামসুল আরেফিন জানান, রাশিয়া জিটুজি পদ্ধতিতে গম কেনার প্রস্তাব বাংলাদেশকে দিয়েছিল। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন দেওয়ায় এখন গমের দাম ঠিক করতে দেশটির সঙ্গে বসা হবে।

৪৬৪ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ৫৯০ টাকা ব্যয়ে এক লাখ ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এসব সার সংগ্রহ করবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন ক্রয় কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন পাওয়া প্রস্তাব সম্পর্কে জানান।
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কাতারের মুনতাজ থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৫৩০ টাকায় এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১১৯ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকায় কেনা হবে।
এ ছাড়া রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন থেকে ১১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৫৩০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার এবং আরেক লটে একই প্রতিষ্ঠান থেকে ১১৪ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৫৩০ টাকায় আরও ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৭৪ কোটি ২০ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়িত ‘কর্ণফুলী নদীর সদরঘাট হতে বাকলিয়া চর পর্যন্ত বর্জ্য অপসারণ এবং ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি’ প্রকল্পে ৫৩ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এ ছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের বাস্তবায়ন তদারকির জন্য কোরিয়ার ওজো (WOOJOO) ও সুনজিনকে (SUNJIN) যৌথভাবে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৫৩৯ টাকা।
অর্থমন্ত্রী জানান, ক্রয় কমিটিতে ৭৫১ কোটি ৭০ কোটি ৬৮ লাখ ১২০ টাকা ব্যয়ে সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে ২৮৭ কোটি ৯ লাখ ৯০ হাজার ২৩৯ টাকা। আর দেশীয় ব্যাংক থেকে ৪৬৪ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ৫৯০ টাকা ঋণ নেওয়া হবে।
এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি খাদ্য অধিদপ্তরকে রাশিয়ান ফেডারেশন থেকে জিটুজি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন গম কেনার প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে। সামসুল আরেফিন জানান, রাশিয়া জিটুজি পদ্ধতিতে গম কেনার প্রস্তাব বাংলাদেশকে দিয়েছিল। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন দেওয়ায় এখন গমের দাম ঠিক করতে দেশটির সঙ্গে বসা হবে।

৯টি দুর্বল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের সিদ্ধান্তে পুঁজিবাজারে আরেকটি বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। পাঁচটি ব্যাংক একীভূত করার পর বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়া হলেও এগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা কার্যত পুরোপুরি উপেক্ষিতই থাকছেন।
৫ ঘণ্টা আগে
পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
সোনার দাম ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে আউন্সপ্রতি ৪ হাজার ৮০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মরগ্যান স্ট্যানলি। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, সুদের হার কমে যাওয়া, ফেডারেল রিজার্ভের নেতৃত্বে পরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগ তহবিলের ক্রয়।
৯ ঘণ্টা আগে
‘কয়েক বছর আগেও আমাদের গ্রামে অপরাজিতা ফুলের গাছ লতানো ফুল গাছের লতা ছাড়া আর কিছুই ছিল না।’ গাছ থেকে নীল রঙের এই মনোমুগ্ধকর ফুলটি তুলতে তুলতে বলছিলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের আনথাইগ্লাও গ্রামের বাসিন্দা নীলাম ব্রহ্মা।
১৩ ঘণ্টা আগে