নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের (এআইবি) চাকরিচ্যুত ৫৪৭ জন কর্মকর্তা।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান নেন তাঁরা। অবস্থান কর্মসূচিতে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা উপস্থিত ছিলেন। চাকরি পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
চট্টগ্রাম থেকে আসা এক কর্মকর্তা (অফিসার ক্যাশ) মো. কামাল বলেন, গত ২০ জুলাই অফিস শেষ করে বের হওয়ার সময় হঠাৎ করে ই-মেইলে একসঙ্গে ৫৪৭ জনকে চাকরিচ্যুত করা হয়। আমাদের চাকরি স্থায়ী করা হলেও কোনো কারণ ছাড়ায় অব্যাহতি দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এই বৈষম্য আমরা মানি না।
সায়েদাবাদ থেকে আসা কর্মকর্তা (চাকরিচ্যুত) মিজানুর রহমান বলেন, তিন বছরের বেশি সময় ধরে আমরা এআইবি ব্যাংকে চাকরি করেছি। আমাদের স্থায়ী নিয়োগ থাকা অবস্থায় কর্তৃপক্ষ নতুন এজেন্ডা বাস্তবায়নে নতুন নিয়োগ দিচ্ছে। কোন আইনে তারা এটি করছে এর জবাব দিতে হবে।
সাতক্ষীরা থেকে আসা চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা (অফিসার জেনারেল) মো. ফরহাদ হোসেন বলেন, আমরা যোগ্যতার প্রমাণ দিয়ে কয়েক বছর কাজ করে আসছি। যদি অযোগ্য হতাম তাহলে ইনক্রিমেন্ট ও স্থায়ীকরণ করেন কী করে? ব্যাংকের নীতিমালা না মেনেই আমাদের চাকরিচ্যুত করেছেন। এটা আমরা মানি না।
তিনি বলেন, অনেকের চাকরি শেষ পর্যায়ে। অনেকের চাকরির বয়স নেই। অনেকের পরিবারে মা-বাবা অসুস্থ। তাহলে হঠাৎ চাকরিচ্যুত করলে আমরা কোথায় যাব? কী কারণে আমাদের চাকরিচ্যুত করেছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলে আমরা পরিবার নিয়ে আন্দোলন করতে বাধ্য হব। দরকার হলে আমরণ অনশনে যেতে বাধ্য হব।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন—চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মো. নুরুল আকিব, আরিফা খাতুন, আফরিন, নুরুল আকিব, সালাহ উদ্দিন, আমিনুল ইসলাম সোহানা প্রমুখ।
আরও খবর পড়ুন:

চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের (এআইবি) চাকরিচ্যুত ৫৪৭ জন কর্মকর্তা।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান নেন তাঁরা। অবস্থান কর্মসূচিতে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা উপস্থিত ছিলেন। চাকরি পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
চট্টগ্রাম থেকে আসা এক কর্মকর্তা (অফিসার ক্যাশ) মো. কামাল বলেন, গত ২০ জুলাই অফিস শেষ করে বের হওয়ার সময় হঠাৎ করে ই-মেইলে একসঙ্গে ৫৪৭ জনকে চাকরিচ্যুত করা হয়। আমাদের চাকরি স্থায়ী করা হলেও কোনো কারণ ছাড়ায় অব্যাহতি দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এই বৈষম্য আমরা মানি না।
সায়েদাবাদ থেকে আসা কর্মকর্তা (চাকরিচ্যুত) মিজানুর রহমান বলেন, তিন বছরের বেশি সময় ধরে আমরা এআইবি ব্যাংকে চাকরি করেছি। আমাদের স্থায়ী নিয়োগ থাকা অবস্থায় কর্তৃপক্ষ নতুন এজেন্ডা বাস্তবায়নে নতুন নিয়োগ দিচ্ছে। কোন আইনে তারা এটি করছে এর জবাব দিতে হবে।
সাতক্ষীরা থেকে আসা চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা (অফিসার জেনারেল) মো. ফরহাদ হোসেন বলেন, আমরা যোগ্যতার প্রমাণ দিয়ে কয়েক বছর কাজ করে আসছি। যদি অযোগ্য হতাম তাহলে ইনক্রিমেন্ট ও স্থায়ীকরণ করেন কী করে? ব্যাংকের নীতিমালা না মেনেই আমাদের চাকরিচ্যুত করেছেন। এটা আমরা মানি না।
তিনি বলেন, অনেকের চাকরি শেষ পর্যায়ে। অনেকের চাকরির বয়স নেই। অনেকের পরিবারে মা-বাবা অসুস্থ। তাহলে হঠাৎ চাকরিচ্যুত করলে আমরা কোথায় যাব? কী কারণে আমাদের চাকরিচ্যুত করেছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলে আমরা পরিবার নিয়ে আন্দোলন করতে বাধ্য হব। দরকার হলে আমরণ অনশনে যেতে বাধ্য হব।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন—চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মো. নুরুল আকিব, আরিফা খাতুন, আফরিন, নুরুল আকিব, সালাহ উদ্দিন, আমিনুল ইসলাম সোহানা প্রমুখ।
আরও খবর পড়ুন:

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১১ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১১ ঘণ্টা আগে