জয়নাল অবেদীন খান, ঢাকা

ব্যাংক খাতে তারল্যসংকট দিনদিন বেড়েই চলছে। এতে আন্তব্যাংক মুদ্রাবাজারও অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে, যা তারল্যসংকটকে আরও উসকে দিয়েছে। ব্যাংকগুলোর পক্ষে নগদ অর্থের বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। নগদ টাকার অতিরিক্ত চাপ সামলাতে আন্তব্যাংক স্বল্পকালীন ধার (কলমানি মার্কেট) করতে বাধ্য হচ্ছে অধিকাংশ ব্যাংক। সে ক্ষেত্রে কলমানি রেটকে তোয়াক্কা না করে সুদের হার বেড়েই চলছে। গতকাল সোমবার কলমানিতে সুদের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ। ওই দিন কলমানিতে প্রায় আড়াই হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, নগদ টাকার সংকটে কেন্দ্রীয় ব্যাংক থেকেও সম্প্রতি টাকা ধার নেওয়া বাড়িয়ে দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। মূলত খেলাপি আদায়ে ভাটা, রিজার্ভ থেকে ডলার বিক্রি করে বাজার থেকে টাকা উত্তোলন, বাণিজ্যিক ব্যাংকনির্ভর সরকারের ঋণ তারল্যসংকটকে তীব্র করে তুলেছে। এমন পরিস্থিতিতে সংকট সামাল দিতে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে ধারের জন্য ছুটছে। অন্তত ৪০টি ব্যাংক এভাবে ধার করে নগদ টাকার জন্য কলমানি থেকে ধার করে চলছে। টাকার সংকট কাটাতে উচ্চ সুদেও আমানত সংগ্রহ করছে অনেক ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধিকে অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। চলতি অর্থবছরে (২০২৩-২৪) শুরু থেকেই সুদের হারে সর্বোচ্চ সীমা তুলে দিয়েছে, যার সরাসরি প্রভাব কলমানি মার্কেটেও পড়েছে। গতকাল কলমানিতে লেনদেনের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ। যদিও ২০২২ সালের জানুয়ারিতে কলমানির সুদের হার ছিল ২ দশমিক ৭২ শতাংশ। সেই হিসাবে দুই বছরে কলমানির গড় সুদহার সাড়ে ৬ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। এভাবে চড়া সুদে ধার বিনিয়োগ ও উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে, যা কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন ইঙ্গিত অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ব্যাংক খাতে টাকার বাড়তি চাহিদা তৈরি হয়েছে। কয়েকটি ব্যাংকে তারল্যসংকট রয়েছে। এসব কারণে কলমানিতে ধার নিয়ে নগদ টাকার চাহিদা মেটাচ্ছে অধিকাংশ ব্যাংক। এ ক্ষেত্রে সুদের হার খানিকটা বেশি হলেও সেদিকে গুরুত্ব কম বলা যায়।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গতকাল কলমানির (এভার নাইট) সুদ ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ। ২০২৩ সালের জানুয়ারিতে হার ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ। তার আগের বছরে (২০২২) জানুয়ারিতে কলমানির গড় সুদের হার ছিল ২ দশমিক ৭২ শতাংশ। তবে বিদায়ী বছরের শেষ কর্মদিবসে সুদের হার ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘অর্থ পাচার, ডলারের মূল্যবৃদ্ধিতে ব্যাংকে তারল্যসংকট দেখা দিয়েছে। তারল্যসংকটের মোকাবিলা করতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে চড়া সুদে টাকা ধার নিচ্ছে। এটা ছাড়া কোনো উপায় নেই।

ব্যাংক খাতে তারল্যসংকট দিনদিন বেড়েই চলছে। এতে আন্তব্যাংক মুদ্রাবাজারও অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে, যা তারল্যসংকটকে আরও উসকে দিয়েছে। ব্যাংকগুলোর পক্ষে নগদ অর্থের বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। নগদ টাকার অতিরিক্ত চাপ সামলাতে আন্তব্যাংক স্বল্পকালীন ধার (কলমানি মার্কেট) করতে বাধ্য হচ্ছে অধিকাংশ ব্যাংক। সে ক্ষেত্রে কলমানি রেটকে তোয়াক্কা না করে সুদের হার বেড়েই চলছে। গতকাল সোমবার কলমানিতে সুদের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ। ওই দিন কলমানিতে প্রায় আড়াই হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, নগদ টাকার সংকটে কেন্দ্রীয় ব্যাংক থেকেও সম্প্রতি টাকা ধার নেওয়া বাড়িয়ে দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। মূলত খেলাপি আদায়ে ভাটা, রিজার্ভ থেকে ডলার বিক্রি করে বাজার থেকে টাকা উত্তোলন, বাণিজ্যিক ব্যাংকনির্ভর সরকারের ঋণ তারল্যসংকটকে তীব্র করে তুলেছে। এমন পরিস্থিতিতে সংকট সামাল দিতে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে ধারের জন্য ছুটছে। অন্তত ৪০টি ব্যাংক এভাবে ধার করে নগদ টাকার জন্য কলমানি থেকে ধার করে চলছে। টাকার সংকট কাটাতে উচ্চ সুদেও আমানত সংগ্রহ করছে অনেক ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধিকে অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। চলতি অর্থবছরে (২০২৩-২৪) শুরু থেকেই সুদের হারে সর্বোচ্চ সীমা তুলে দিয়েছে, যার সরাসরি প্রভাব কলমানি মার্কেটেও পড়েছে। গতকাল কলমানিতে লেনদেনের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ। যদিও ২০২২ সালের জানুয়ারিতে কলমানির সুদের হার ছিল ২ দশমিক ৭২ শতাংশ। সেই হিসাবে দুই বছরে কলমানির গড় সুদহার সাড়ে ৬ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। এভাবে চড়া সুদে ধার বিনিয়োগ ও উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে, যা কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন ইঙ্গিত অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ব্যাংক খাতে টাকার বাড়তি চাহিদা তৈরি হয়েছে। কয়েকটি ব্যাংকে তারল্যসংকট রয়েছে। এসব কারণে কলমানিতে ধার নিয়ে নগদ টাকার চাহিদা মেটাচ্ছে অধিকাংশ ব্যাংক। এ ক্ষেত্রে সুদের হার খানিকটা বেশি হলেও সেদিকে গুরুত্ব কম বলা যায়।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গতকাল কলমানির (এভার নাইট) সুদ ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ। ২০২৩ সালের জানুয়ারিতে হার ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ। তার আগের বছরে (২০২২) জানুয়ারিতে কলমানির গড় সুদের হার ছিল ২ দশমিক ৭২ শতাংশ। তবে বিদায়ী বছরের শেষ কর্মদিবসে সুদের হার ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘অর্থ পাচার, ডলারের মূল্যবৃদ্ধিতে ব্যাংকে তারল্যসংকট দেখা দিয়েছে। তারল্যসংকটের মোকাবিলা করতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে চড়া সুদে টাকা ধার নিচ্ছে। এটা ছাড়া কোনো উপায় নেই।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
৫ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৫ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
৫ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে