নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সামান্য উত্থান হয়েছে। আর দিনটিতে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাত। বিমা খাতের প্রায় সব কটি কোম্পানির শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এর প্রভাবে সূচক ও লেনদেন উভয়ই কিছুটা বেড়েছে।
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার মধ্য দিয়ে। এর ইতিবাচক প্রভাব পড়ে অন্য খাতে। ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম বাড়ার তালিকা বড় হয়। বেশির ভাগ সময়জুড়ে সূচক ঊর্ধ্বমুখী থাকে। লেনদেনের শেষ দিকে বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ার প্রবণতা আরও বেড়ে যায়। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে বিমা খাতের ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে মাত্র একটি বিমা কোম্পানির।
দিন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ১০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪০টির। আর ১৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৫৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৪৩ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৫৩ লাখ টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দাম বেড়েছে, কমেছে ৩৩টির এবং ৫২টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ৬ কোটি ৪ লাখ টাকা।

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সামান্য উত্থান হয়েছে। আর দিনটিতে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাত। বিমা খাতের প্রায় সব কটি কোম্পানির শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এর প্রভাবে সূচক ও লেনদেন উভয়ই কিছুটা বেড়েছে।
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার মধ্য দিয়ে। এর ইতিবাচক প্রভাব পড়ে অন্য খাতে। ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম বাড়ার তালিকা বড় হয়। বেশির ভাগ সময়জুড়ে সূচক ঊর্ধ্বমুখী থাকে। লেনদেনের শেষ দিকে বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ার প্রবণতা আরও বেড়ে যায়। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে বিমা খাতের ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে মাত্র একটি বিমা কোম্পানির।
দিন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ১০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪০টির। আর ১৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৫৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৪৩ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৫৩ লাখ টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দাম বেড়েছে, কমেছে ৩৩টির এবং ৫২টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ৬ কোটি ৪ লাখ টাকা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
১৪ মিনিট আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
২ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১৬ ঘণ্টা আগে