নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগের দিনের মতোই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের কারণে মূল্যসূচকের পতন হলেও টাকার অঙ্কে সামান্য লেনদেন বেড়েছে।
লেনদেনের শুরুতে মূল্যবৃদ্ধির কারণে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল সূচক, যা প্রথম দুই ঘণ্টা অব্যাহত থাকে। তবে দুপুর ১২টার পর থেকে দরপতনের পাল্লা ভারী হতে থাকে। দিন শেষে সব খাত মিলিয়ে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৪টির এবং ১৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৬ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন সূচকটি কমে ১৬ পয়েন্ট। অর্থাৎ দুই দিনে সূচক কমল ৩০ পয়েন্ট।
তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৮৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা।
টাকার অঙ্কে বাজারটিতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সিএনএ টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ৮৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার।এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দাম বেড়েছে, কমেছে ৬৬টির এবং ৪৭টির অপরিবর্তিত রয়েছে।

আগের দিনের মতোই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের কারণে মূল্যসূচকের পতন হলেও টাকার অঙ্কে সামান্য লেনদেন বেড়েছে।
লেনদেনের শুরুতে মূল্যবৃদ্ধির কারণে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল সূচক, যা প্রথম দুই ঘণ্টা অব্যাহত থাকে। তবে দুপুর ১২টার পর থেকে দরপতনের পাল্লা ভারী হতে থাকে। দিন শেষে সব খাত মিলিয়ে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৪টির এবং ১৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৬ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন সূচকটি কমে ১৬ পয়েন্ট। অর্থাৎ দুই দিনে সূচক কমল ৩০ পয়েন্ট।
তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৮৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা।
টাকার অঙ্কে বাজারটিতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সিএনএ টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ৮৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার।এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দাম বেড়েছে, কমেছে ৬৬টির এবং ৪৭টির অপরিবর্তিত রয়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
৯ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
৯ ঘণ্টা আগে