নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর মঙ্গলবার দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক কমেছে। ডিএসইতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৬১৭ পয়েন্টে নেমেছে। এ ছাড়া ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মঙ্গলবার ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন সোমবার লেনদেন হয়েছিল ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৯৯ কোটি ৩৪ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে ২২৩ টির, বেড়েছে ১৩৭ টির এবং ১৫ টির দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইতে লেনদেনে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা, অ্যাপোল ইস্পাত, ইসলামিক ফাইন্যান্স, মালেক স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, এমএল ডাইং ও জিপিএইচ ইস্পাত।
মঙ্গলবার দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ১০২ কোটি ৭ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেনকৃত ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৬ টির, বেড়েছে ১৩১ টির এবং ২৩ টির দাম অপরিবর্তিত ছিল।

টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর মঙ্গলবার দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক কমেছে। ডিএসইতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৬১৭ পয়েন্টে নেমেছে। এ ছাড়া ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মঙ্গলবার ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন সোমবার লেনদেন হয়েছিল ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৯৯ কোটি ৩৪ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে ২২৩ টির, বেড়েছে ১৩৭ টির এবং ১৫ টির দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইতে লেনদেনে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা, অ্যাপোল ইস্পাত, ইসলামিক ফাইন্যান্স, মালেক স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, এমএল ডাইং ও জিপিএইচ ইস্পাত।
মঙ্গলবার দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ১০২ কোটি ৭ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেনকৃত ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৬ টির, বেড়েছে ১৩১ টির এবং ২৩ টির দাম অপরিবর্তিত ছিল।

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
২ ঘণ্টা আগে
দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
২ ঘণ্টা আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৮ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৬ ঘণ্টা আগে