প্রতিনিধি, রানীশংকৈল (ঠাকুরগাঁও)

ভাই আসেন কোথায় যাবেন ওঠেন বন্দর লোক প্রতি ১০ টাকা ভাড়া। ঠিক এমনিভাবে হাঁকডাক দিয়ে অটো চার্জার চালিত ভ্যান গাড়ির যাত্রী ভ্যানে তুলছেন শিশু শিক্ষার্থী আতিউল্লাহ। যাত্রী তোলার এমন হাঁকডাক গতকাল সোমবার বিকেলে চোখে পড়ে এ প্রতিবেদকের।
চিত্রটি ঠাকুরগাঁও রানীশংকৈল পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকার পোস্ট অফিস সংলগ্ন মহাসড়ক এলাকায়। সে ভ্যান থেকে একজন যাত্রী নামিয়ে সেখানে ভাড়া নেওয়ার ফাঁকে ফাঁকে যাত্রীর খোঁজ করছিলেন। আতিউর রহমান উপজেলার হোসেনগাঁও ইউপির পদমপুর গ্রামের সাদেকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বয়স ১৩।
গতকাল সোমবার বিকেলে আতিউর রহমানের কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। সে জানায় তার বাবা তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী আছেন। পরিবারে তারা তিন ভাই ও এক বোন মা বাবাসহ মোট ৬ পরিবারের সদস্য তাদের। এর মধ্যে বোনটি সবার বড়। তাঁকে বিয়ে দেওয়া হয়েছে। পরিবারের মধ্যে ভাইদের সবার বড় আতিউর রহমান। তার বাকি দুই ছোট ভাইয়ের এক ভাই প্রাথমিকের ছাত্র আর অন্য ছোট ভাইটি খুব ছোট। বসত বাড়ির সামান্য জায়গা ছাড়া আর তেমন কোনো আবাদি জমি নেই। আয় উপার্জন করার মতো শুধু তার বাবাই।
তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এবং সংসারে চাল ডালের অভাব অনটন দেখায় সে বাধ্য হয়ে ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়েছেন।
আতিউর আরও জানান, লকডাউন শহরে লোকজন কম সারা দিন ভ্যান চালিয়ে এ যাবৎ তিন শত টাকা আয় করেছি। এখান থেকে চাল ডাল নিতে হবে। আরও কিছু সময় সড়কে থাকব যাত্রী না পেলে খরচাপাতি করে বাড়ি চলে যাব। আতিউর জানায়, সংসারের অভাব ছোট ভাইয়েরা না খেয়ে থাকবে বাবা মাও না খেয়ে থাকবে এটা সে সহ্য করতে পারেনি তাই ভ্যান নিয়ে রাস্তায় নেমেছে সে।
উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধনের উপদেষ্টা এম এ এস রবিউল ইসলাম সবুজ বলেন, এই শিশুটি আমাদের সমাজের জন্য উদাহরণ। পরিবারকে সহযোগিতার জন্য এই বয়সেই সে ভ্যান চালাচ্ছে। এটি আমাদের সমাজের জন্য অনুকরণীয়। আমাদের সকলের উচিত শিশুটির পরিবারের পাশে দাঁড়ানো। আমি সকল বৃত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাব এমন শিশুদের এবং তাদের পরিবারকে সহযোগিতা করার।

ভাই আসেন কোথায় যাবেন ওঠেন বন্দর লোক প্রতি ১০ টাকা ভাড়া। ঠিক এমনিভাবে হাঁকডাক দিয়ে অটো চার্জার চালিত ভ্যান গাড়ির যাত্রী ভ্যানে তুলছেন শিশু শিক্ষার্থী আতিউল্লাহ। যাত্রী তোলার এমন হাঁকডাক গতকাল সোমবার বিকেলে চোখে পড়ে এ প্রতিবেদকের।
চিত্রটি ঠাকুরগাঁও রানীশংকৈল পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকার পোস্ট অফিস সংলগ্ন মহাসড়ক এলাকায়। সে ভ্যান থেকে একজন যাত্রী নামিয়ে সেখানে ভাড়া নেওয়ার ফাঁকে ফাঁকে যাত্রীর খোঁজ করছিলেন। আতিউর রহমান উপজেলার হোসেনগাঁও ইউপির পদমপুর গ্রামের সাদেকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বয়স ১৩।
গতকাল সোমবার বিকেলে আতিউর রহমানের কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। সে জানায় তার বাবা তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী আছেন। পরিবারে তারা তিন ভাই ও এক বোন মা বাবাসহ মোট ৬ পরিবারের সদস্য তাদের। এর মধ্যে বোনটি সবার বড়। তাঁকে বিয়ে দেওয়া হয়েছে। পরিবারের মধ্যে ভাইদের সবার বড় আতিউর রহমান। তার বাকি দুই ছোট ভাইয়ের এক ভাই প্রাথমিকের ছাত্র আর অন্য ছোট ভাইটি খুব ছোট। বসত বাড়ির সামান্য জায়গা ছাড়া আর তেমন কোনো আবাদি জমি নেই। আয় উপার্জন করার মতো শুধু তার বাবাই।
তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এবং সংসারে চাল ডালের অভাব অনটন দেখায় সে বাধ্য হয়ে ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়েছেন।
আতিউর আরও জানান, লকডাউন শহরে লোকজন কম সারা দিন ভ্যান চালিয়ে এ যাবৎ তিন শত টাকা আয় করেছি। এখান থেকে চাল ডাল নিতে হবে। আরও কিছু সময় সড়কে থাকব যাত্রী না পেলে খরচাপাতি করে বাড়ি চলে যাব। আতিউর জানায়, সংসারের অভাব ছোট ভাইয়েরা না খেয়ে থাকবে বাবা মাও না খেয়ে থাকবে এটা সে সহ্য করতে পারেনি তাই ভ্যান নিয়ে রাস্তায় নেমেছে সে।
উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধনের উপদেষ্টা এম এ এস রবিউল ইসলাম সবুজ বলেন, এই শিশুটি আমাদের সমাজের জন্য উদাহরণ। পরিবারকে সহযোগিতার জন্য এই বয়সেই সে ভ্যান চালাচ্ছে। এটি আমাদের সমাজের জন্য অনুকরণীয়। আমাদের সকলের উচিত শিশুটির পরিবারের পাশে দাঁড়ানো। আমি সকল বৃত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাব এমন শিশুদের এবং তাদের পরিবারকে সহযোগিতা করার।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে