রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা ভ্রাম্যমাণ আদালত বন্ধ করার পরদিনই আবার চালু করা হয়েছে।
গত বৃহস্পতিবার ভাটা দুটিকে দেড় লাখ টাকা করে জরিমানা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু গতকাল শুক্রবার থেকে আবারও চালু করা হয়েছে।
আজ শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়, পাশাপাশি অবস্থিত ভাটা দুটির চুল্লি থেকে ধোঁয়া বের হচ্ছে। ভাটার শ্রমিকেরা কাজ করছেন। পাশেই মানুষের জটলা। স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার কয়েক ঘণ্টা পরই ভাটা দুটি চালু করা হয়।
ভাটা চালুর বিষয়ে জানতে চাইলে পাল্টা প্রশ্ন করে এসএবি ব্রিক্সের মালিক আব্দুল বলেন, ‘প্রশাসন বন্ধ করার পর ভাটা আবারও চালু করেছি। এতে আপনার সমস্যা কোথায়?’
অপর ভাটা এমএবি ব্রিক্সের মালিক আইনুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের উদ্যোগে উপজেলার রাতোর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় স্থানীয় আইনুল হকের এমএবি ব্রিক্স এবং আব্দুল আজিজের মালিকানাধীন এসএবি ব্রিক্সে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, ভাটায় খড়ি পোড়ানোসহ বিদ্যালয়ের পাশে ইটভাটা স্থাপন করার অপরাধে অর্থদণ্ডসহ ভাটা দুটির সব কার্যক্রম বন্ধ করা হয়।’
দুই ইটভাটাকে দেড় লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানার পাশাপাশি ভাটা দুটির আগুন নিভিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড়ের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলীসহ রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ও রাণীশংকৈল থানার পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
বন্ধ করার পরও আবার ইটভাটা চালুর বিষয়ে জানতে চাইলে ইন্দ্রজিত সাহা শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু নির্দেশনা অমান্য করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা ভ্রাম্যমাণ আদালত বন্ধ করার পরদিনই আবার চালু করা হয়েছে।
গত বৃহস্পতিবার ভাটা দুটিকে দেড় লাখ টাকা করে জরিমানা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু গতকাল শুক্রবার থেকে আবারও চালু করা হয়েছে।
আজ শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়, পাশাপাশি অবস্থিত ভাটা দুটির চুল্লি থেকে ধোঁয়া বের হচ্ছে। ভাটার শ্রমিকেরা কাজ করছেন। পাশেই মানুষের জটলা। স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার কয়েক ঘণ্টা পরই ভাটা দুটি চালু করা হয়।
ভাটা চালুর বিষয়ে জানতে চাইলে পাল্টা প্রশ্ন করে এসএবি ব্রিক্সের মালিক আব্দুল বলেন, ‘প্রশাসন বন্ধ করার পর ভাটা আবারও চালু করেছি। এতে আপনার সমস্যা কোথায়?’
অপর ভাটা এমএবি ব্রিক্সের মালিক আইনুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের উদ্যোগে উপজেলার রাতোর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় স্থানীয় আইনুল হকের এমএবি ব্রিক্স এবং আব্দুল আজিজের মালিকানাধীন এসএবি ব্রিক্সে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, ভাটায় খড়ি পোড়ানোসহ বিদ্যালয়ের পাশে ইটভাটা স্থাপন করার অপরাধে অর্থদণ্ডসহ ভাটা দুটির সব কার্যক্রম বন্ধ করা হয়।’
দুই ইটভাটাকে দেড় লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানার পাশাপাশি ভাটা দুটির আগুন নিভিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড়ের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলীসহ রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ও রাণীশংকৈল থানার পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
বন্ধ করার পরও আবার ইটভাটা চালুর বিষয়ে জানতে চাইলে ইন্দ্রজিত সাহা শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু নির্দেশনা অমান্য করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৭ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১৩ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২৪ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩০ মিনিট আগে