ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যাওয়ার পথে ছাত্রলীগের হামলা ঠাকুরগাঁওয়ের বহু নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা যায়, বিএনপির এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নিতে আজ সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা দিনাজপুরে যান। কর্মসূচিতে অংশ নিতে ঠাকুরগাঁও থেকে গাড়িবহর নিয়ে নেতা-কর্মীরা দিনাজপুরে উদ্দেশে রওনা দেন।
বেলা দেড়টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা পথরোধ করে হামলা চালান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা হামলার শিকার হন।
গাড়িবহরে থাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী বলেন, ‘আকস্মিক এ হামলা সম্পর্কে আমাদের ধারণা ছিল না। হামলাটি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঠাকুরগাঁও থেকে আমরা ৬০ থেকে ৭০টি গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম।
‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সামনে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদ থেকে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে আমাদের ওপর। এতে আমাদের নেতা-কর্মীদের কারও মাথা ফেটেছে, কারও কান ফেটে রক্ত বের হয় এবং অনেকের শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত হেনেছে নিক্ষেপ করা পাথর। আহতদের তালিকা করা হচ্ছে।’
পয়গাম আলী বলেন, ‘আহতদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি আছেন পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, সদর উপজেলা বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের দুই কর্মী ও একই উপজেলার মোহাম্মদপুর গিলাবাড়ী বিএনপির সদস্য মুকুল হোসেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন মুকুল। তার মাথায় ৮ থেকে ১০টি সেলাই করা হয়েছে।’
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুকুলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’

বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যাওয়ার পথে ছাত্রলীগের হামলা ঠাকুরগাঁওয়ের বহু নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা যায়, বিএনপির এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নিতে আজ সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা দিনাজপুরে যান। কর্মসূচিতে অংশ নিতে ঠাকুরগাঁও থেকে গাড়িবহর নিয়ে নেতা-কর্মীরা দিনাজপুরে উদ্দেশে রওনা দেন।
বেলা দেড়টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা পথরোধ করে হামলা চালান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা হামলার শিকার হন।
গাড়িবহরে থাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী বলেন, ‘আকস্মিক এ হামলা সম্পর্কে আমাদের ধারণা ছিল না। হামলাটি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঠাকুরগাঁও থেকে আমরা ৬০ থেকে ৭০টি গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম।
‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সামনে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদ থেকে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে আমাদের ওপর। এতে আমাদের নেতা-কর্মীদের কারও মাথা ফেটেছে, কারও কান ফেটে রক্ত বের হয় এবং অনেকের শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত হেনেছে নিক্ষেপ করা পাথর। আহতদের তালিকা করা হচ্ছে।’
পয়গাম আলী বলেন, ‘আহতদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি আছেন পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, সদর উপজেলা বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের দুই কর্মী ও একই উপজেলার মোহাম্মদপুর গিলাবাড়ী বিএনপির সদস্য মুকুল হোসেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন মুকুল। তার মাথায় ৮ থেকে ১০টি সেলাই করা হয়েছে।’
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুকুলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
১ ঘণ্টা আগে