প্রতিনিধি, ঠাকুরগাঁও

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৬ জনে। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ২ দশমিক ৮৬ শতাংশ।
রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৭টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৩৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ পাঁচ জন ও নারী একজন রয়েছেন। যাদের বয়স ৩৩ থেকে ৭৬ বছরের মধ্যে। মারা যাওয়া ব্যক্তিরা সদর উপজেলা ও রাণীশংকৈলে একজন করে এবং পীরগঞ্জ ও হরিপুর উপজেলার দুজন করে বাসিন্দা রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৭৫ জন, পীরগঞ্জে ১১, রাণীশংকৈলে ৫, বালিয়াডাঙ্গীতে ৭ ও হরিপুর উপজেলায় ৯ জন রয়েছেন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৫ জন। এ নিয়ে মোট ৪ হাজার ৫৮০ জন সুস্থ হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরে কিংবা গ্রামে মানুষ মাস্ক বিহীন চলাচল করতেছে। এ অবস্থায় জনসাধারণ অসচেতনভাবে চলাচল করলে করোনার পরিস্থিতি আরও ভয়ংকর হবে। প্রাণঘাতি করোনার মৃত্যু ও শনাক্তের হার কমাতে এই মুহূর্তে থেকে জনসচেতনতার বিকল্প নেই।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৬ জনে। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ২ দশমিক ৮৬ শতাংশ।
রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৭টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৩৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ পাঁচ জন ও নারী একজন রয়েছেন। যাদের বয়স ৩৩ থেকে ৭৬ বছরের মধ্যে। মারা যাওয়া ব্যক্তিরা সদর উপজেলা ও রাণীশংকৈলে একজন করে এবং পীরগঞ্জ ও হরিপুর উপজেলার দুজন করে বাসিন্দা রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৭৫ জন, পীরগঞ্জে ১১, রাণীশংকৈলে ৫, বালিয়াডাঙ্গীতে ৭ ও হরিপুর উপজেলায় ৯ জন রয়েছেন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৫ জন। এ নিয়ে মোট ৪ হাজার ৫৮০ জন সুস্থ হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরে কিংবা গ্রামে মানুষ মাস্ক বিহীন চলাচল করতেছে। এ অবস্থায় জনসাধারণ অসচেতনভাবে চলাচল করলে করোনার পরিস্থিতি আরও ভয়ংকর হবে। প্রাণঘাতি করোনার মৃত্যু ও শনাক্তের হার কমাতে এই মুহূর্তে থেকে জনসচেতনতার বিকল্প নেই।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩২ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে