Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৬ জনের মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৬ জনে। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ২ দশমিক ৮৬ শতাংশ। 

রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৭টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৩৯ জনে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ পাঁচ জন ও নারী একজন রয়েছেন। যাদের বয়স ৩৩ থেকে ৭৬ বছরের মধ্যে। মারা যাওয়া ব্যক্তিরা সদর উপজেলা ও রাণীশংকৈলে একজন করে এবং পীরগঞ্জ ও হরিপুর উপজেলার দুজন করে বাসিন্দা রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৭৫ জন, পীরগঞ্জে ১১, রাণীশংকৈলে ৫, বালিয়াডাঙ্গীতে ৭ ও হরিপুর উপজেলায় ৯ জন রয়েছেন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৫ জন। এ নিয়ে মোট ৪ হাজার ৫৮০ জন সুস্থ হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরে কিংবা গ্রামে মানুষ মাস্ক বিহীন চলাচল করতেছে। এ অবস্থায় জনসাধারণ অসচেতনভাবে চলাচল করলে করোনার পরিস্থিতি আরও ভয়ংকর হবে। প্রাণঘাতি করোনার মৃত্যু ও শনাক্তের হার কমাতে এই মুহূর্তে থেকে জনসচেতনতার বিকল্প নেই।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত