ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মুখোমুখি অবস্থানের ছবি তুলতে গিয়ে আহত হয়েছেন চার সংবাদকর্মী। এ সময় সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয় হামলাকারীরা। শনিবার বিকেলে উপজেলার সেনুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন ইনডিপেনডেন্ট টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলার সোহেল রানা, রাইজিংবিডির প্রতিনিধি মঈনুদ্দিন তালকুদার হিমেল ও ঢাকা মেইলের প্রতিনিধি জাহিদ হাসান মিলু।
আহত সাংবাদিক তানভীর হাসান বলেন, ‘স্বতন্ত্র ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের আশঙ্কা থাকায় সংবাদ সংগ্রহে আমি আরও তিনজন সাংবাদিক ঘটনাস্থলে যাই। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের কিছু লোকজন গাছের ডালপালা ভাঙতে শুরু করে। আমরা সে ছবি তুলতে গেলে তাঁরা আমার ক্যামেরা ছিনিয়ে নেয়। এরপরে আমি মোবাইল ফোনে ছবি তুলতে গেলে ছাত্রলীগের কর্মীরা আমাদের বেধড়ক মারধর করতে থাকে। একপর্যায়ে তাঁরা আমার গলা টিপে ধরে ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেয়।’
আহত অপর সাংবাদিক তানু কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের মারধর করাকালে স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা চাইলে তারা কেউ এগিয়ে আসেনি। আমাকে গ্রামবাসী নারীরা উদ্ধার করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মুখোমুখি সংঘাতের একটি অবস্থান তৈরি হয়। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।’ হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. রকিবুল আলম চয়ন বলেন, আহত সাংবাদিকদের শরীরে জখমের চিহ্ন রয়েছে। আহত চারজনের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর। তিনি বলেন, নির্বাচনকালে সাংবাদিকেরা দেশ ও সমাজের মানুষের খুব কাছে থেকে কাজ করেন। প্রার্থী ভোটার ও জনগণের পক্ষেই সাংবাদিকেরা কাজ করে থাকেন। তাদের ওপর হামলা গণতন্ত্রের ওপর হামলার শামিল। অবিলম্বে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মুখোমুখি অবস্থানের ছবি তুলতে গিয়ে আহত হয়েছেন চার সংবাদকর্মী। এ সময় সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয় হামলাকারীরা। শনিবার বিকেলে উপজেলার সেনুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন ইনডিপেনডেন্ট টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলার সোহেল রানা, রাইজিংবিডির প্রতিনিধি মঈনুদ্দিন তালকুদার হিমেল ও ঢাকা মেইলের প্রতিনিধি জাহিদ হাসান মিলু।
আহত সাংবাদিক তানভীর হাসান বলেন, ‘স্বতন্ত্র ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের আশঙ্কা থাকায় সংবাদ সংগ্রহে আমি আরও তিনজন সাংবাদিক ঘটনাস্থলে যাই। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের কিছু লোকজন গাছের ডালপালা ভাঙতে শুরু করে। আমরা সে ছবি তুলতে গেলে তাঁরা আমার ক্যামেরা ছিনিয়ে নেয়। এরপরে আমি মোবাইল ফোনে ছবি তুলতে গেলে ছাত্রলীগের কর্মীরা আমাদের বেধড়ক মারধর করতে থাকে। একপর্যায়ে তাঁরা আমার গলা টিপে ধরে ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেয়।’
আহত অপর সাংবাদিক তানু কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের মারধর করাকালে স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা চাইলে তারা কেউ এগিয়ে আসেনি। আমাকে গ্রামবাসী নারীরা উদ্ধার করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মুখোমুখি সংঘাতের একটি অবস্থান তৈরি হয়। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।’ হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. রকিবুল আলম চয়ন বলেন, আহত সাংবাদিকদের শরীরে জখমের চিহ্ন রয়েছে। আহত চারজনের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর। তিনি বলেন, নির্বাচনকালে সাংবাদিকেরা দেশ ও সমাজের মানুষের খুব কাছে থেকে কাজ করেন। প্রার্থী ভোটার ও জনগণের পক্ষেই সাংবাদিকেরা কাজ করে থাকেন। তাদের ওপর হামলা গণতন্ত্রের ওপর হামলার শামিল। অবিলম্বে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে