মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে একটি সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ শুক্রবার উপজেলার মেইন রোডের আলীম সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও দোকানমালিক সূত্র জানায়, আজ জুমার নামাজ শেষে ফ্যামিলি সুপার শপের লোকজন শাটার খুলে দেখেন ভেতরে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। এ সময় দোকান এবং আশপাশের মার্কেটের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় মির্জাপুর বাজারের ব্যবসায়ী এবং বাজারে আসা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আগুন নেভাতে টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং কালিয়াকৈর উপজেলার ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
মির্জাপুর সেনা ক্যাম্পের সদস্য, পুলিশ ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করে। তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময়ের মধ্যে সুপার শপের সব মালামাল এবং ভেতরের পুরো আসবাব পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে সুপার শপের মালিক আনোয়ার হোসেন জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিএনপির সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দোকানমালিকের সঙ্গে কথা বলে জানা গেছে বলে জানান তিনি।

টাঙ্গাইলের মির্জাপুরে একটি সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ শুক্রবার উপজেলার মেইন রোডের আলীম সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও দোকানমালিক সূত্র জানায়, আজ জুমার নামাজ শেষে ফ্যামিলি সুপার শপের লোকজন শাটার খুলে দেখেন ভেতরে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। এ সময় দোকান এবং আশপাশের মার্কেটের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় মির্জাপুর বাজারের ব্যবসায়ী এবং বাজারে আসা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আগুন নেভাতে টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং কালিয়াকৈর উপজেলার ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
মির্জাপুর সেনা ক্যাম্পের সদস্য, পুলিশ ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করে। তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময়ের মধ্যে সুপার শপের সব মালামাল এবং ভেতরের পুরো আসবাব পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে সুপার শপের মালিক আনোয়ার হোসেন জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিএনপির সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দোকানমালিকের সঙ্গে কথা বলে জানা গেছে বলে জানান তিনি।

রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
২৩ মিনিট আগে
পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের টিকে থাকার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মতাদর্শ, প্রতিষ্ঠান কিংবা সংগঠনভেদে বিভক্তি থাকলেও পেশাগত স্বার্থে সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত অভিন্ন। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যম...
২৪ মিনিট আগে