মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারটির দৈন্যদশা দেখে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে বিজয় দিবসের একটি অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে তাঁরা এই ক্ষোভ প্রকাশ করেন।
মুক্তিযোদ্ধারা জানান, বিজয় দিবস উপলক্ষে সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধার সংবর্ধনার আয়োজন করা হয়। এই সংবর্ধনায় যোগ দেওয়া মুক্তিযোদ্ধাদের জন্য মির্জাপুর বাজার বণিক সমিতি ওই বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। সেই মধ্যাহ্ন ভোজে অংশ নিতে গিয়ে উপজেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয়টির শহীদ মিনারের দৈন্যদশা দেখেন তাঁরা।
মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, উপজেলা সদরের প্রাণকেন্দ্রে শত বছরের পুরোনো সরকারি উচ্চ বিদ্যালয়ে মাত্র সাড়ে তিন ফুট উচ্চতার একটি শহীদ মিনার। দীর্ঘ দিন সংস্কার না করায় শহীদ মিনারের কয়েকটি স্থান ভেঙে খসে পড়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সংস্কার তো দূরের কথা রং করাও হয়নি।
শহীদ মিনারের এমন দৈন্যদশা দেখে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঙ্গে দেখা করে এই ক্ষোভ জানানোর চেষ্টা করেন। কিন্তু তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করেননি।
পরে বাধ্য হয়ে মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোশারফ হোসেন মণি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস মোবাইল ফোনে প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে সুন্দর একটি শহীদ মিনার নির্মাণের জন্য সাত দিনের সময় দেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান বলেন, ‘শহীদ মিনার মেরামত করা জরুরি। দ্রুতই মেরামত করা হবে।’

টাঙ্গাইলের মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারটির দৈন্যদশা দেখে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে বিজয় দিবসের একটি অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে তাঁরা এই ক্ষোভ প্রকাশ করেন।
মুক্তিযোদ্ধারা জানান, বিজয় দিবস উপলক্ষে সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধার সংবর্ধনার আয়োজন করা হয়। এই সংবর্ধনায় যোগ দেওয়া মুক্তিযোদ্ধাদের জন্য মির্জাপুর বাজার বণিক সমিতি ওই বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। সেই মধ্যাহ্ন ভোজে অংশ নিতে গিয়ে উপজেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয়টির শহীদ মিনারের দৈন্যদশা দেখেন তাঁরা।
মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, উপজেলা সদরের প্রাণকেন্দ্রে শত বছরের পুরোনো সরকারি উচ্চ বিদ্যালয়ে মাত্র সাড়ে তিন ফুট উচ্চতার একটি শহীদ মিনার। দীর্ঘ দিন সংস্কার না করায় শহীদ মিনারের কয়েকটি স্থান ভেঙে খসে পড়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সংস্কার তো দূরের কথা রং করাও হয়নি।
শহীদ মিনারের এমন দৈন্যদশা দেখে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঙ্গে দেখা করে এই ক্ষোভ জানানোর চেষ্টা করেন। কিন্তু তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করেননি।
পরে বাধ্য হয়ে মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোশারফ হোসেন মণি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস মোবাইল ফোনে প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে সুন্দর একটি শহীদ মিনার নির্মাণের জন্য সাত দিনের সময় দেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান বলেন, ‘শহীদ মিনার মেরামত করা জরুরি। দ্রুতই মেরামত করা হবে।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে