প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই এলাকায় টাঙ্গাইলমুখী শতশত যানবাহনে হাজারো যাত্রী যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে যানজট শুরু হয়ে রোববার দুপুর বারোটায় এই প্রতিবেদন করার সময় পর্যন্ত যানজট স্থায়ী ছিল। ধীর গতিতে থেমে থেমে চলছে গাড়ি।
মহাসড়কের গোড়াই হাটুভাঙা রোডে নির্মাণাধীন উড়াল সেতু এলাকায় একপাশে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উপজেলার গোড়াই হাটুভাঙা রোড এলাকা থেকে কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মাসিউটিক্যাল পর্যন্ত দুই কিলোমিটার সড়কে এই যানজট সৃষ্টি হয়েছে। এতে টাঙ্গাইলমুখী হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, চলমান লকডাউনে গার্মেন্টস ও কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে পৌঁছানোর জন্য গণপরিবহন ও লঞ্চ রোববার দুপুর পর্যন্ত চালু রাখার ঘোষণা দেওয়া হয়। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। ফলে মহাসড়কের মির্জাপুরের গোড়াই হাটুভাঙা রোডের ওই এলাকা যানজটের সৃষ্টি হয়।
মির্জাপুরের গোড়াই ক্যাডেট কলেজ এলাকার বাসিন্দা আজিজ রেজা জানিয়েছেন, বিকেল থেকে যানবাহনের চাপ মহাসড়কে বেড়ে গেলে শনিবার সন্ধ্যার পর থেকে যানজটের সৃষ্টি হয়। সারারাতই ওই অংশে যানজট অব্যাহত ছিল বলে তিনি জানিয়েছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানিয়েছেন, মহাসড়কে যানবাহনের চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় গোড়াই উড়াল সেতু নির্মাণাধীন এলাকার একপাশে যানচলাচল বিঘ্নিত হচ্ছে। তবে যানজট নেই বলে তিনি দাবি করেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই এলাকায় টাঙ্গাইলমুখী শতশত যানবাহনে হাজারো যাত্রী যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে যানজট শুরু হয়ে রোববার দুপুর বারোটায় এই প্রতিবেদন করার সময় পর্যন্ত যানজট স্থায়ী ছিল। ধীর গতিতে থেমে থেমে চলছে গাড়ি।
মহাসড়কের গোড়াই হাটুভাঙা রোডে নির্মাণাধীন উড়াল সেতু এলাকায় একপাশে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উপজেলার গোড়াই হাটুভাঙা রোড এলাকা থেকে কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মাসিউটিক্যাল পর্যন্ত দুই কিলোমিটার সড়কে এই যানজট সৃষ্টি হয়েছে। এতে টাঙ্গাইলমুখী হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, চলমান লকডাউনে গার্মেন্টস ও কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে পৌঁছানোর জন্য গণপরিবহন ও লঞ্চ রোববার দুপুর পর্যন্ত চালু রাখার ঘোষণা দেওয়া হয়। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। ফলে মহাসড়কের মির্জাপুরের গোড়াই হাটুভাঙা রোডের ওই এলাকা যানজটের সৃষ্টি হয়।
মির্জাপুরের গোড়াই ক্যাডেট কলেজ এলাকার বাসিন্দা আজিজ রেজা জানিয়েছেন, বিকেল থেকে যানবাহনের চাপ মহাসড়কে বেড়ে গেলে শনিবার সন্ধ্যার পর থেকে যানজটের সৃষ্টি হয়। সারারাতই ওই অংশে যানজট অব্যাহত ছিল বলে তিনি জানিয়েছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানিয়েছেন, মহাসড়কে যানবাহনের চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় গোড়াই উড়াল সেতু নির্মাণাধীন এলাকার একপাশে যানচলাচল বিঘ্নিত হচ্ছে। তবে যানজট নেই বলে তিনি দাবি করেন।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৬ মিনিট আগে