ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমের আঙুল কেটে ফেলা মামলায় কাউন্সিলর আনোয়ার হোসেন, তাঁর ছোট ভাই শাহআলম ও জহুরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার তাঁরা আদালতে হাজির হলে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, ভাঙচুর, আঙুল কেটে ফেলা ও মারপিটের অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি সূচীর ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় কাউন্সিলর আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখ করা হয়। কিন্তু উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন তাঁরা।
অন্যদিকে, গত ৩০ জানুয়ারি ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগম এবং আওয়ামী লীগের অন্যান্য কর্মীর ওপর হামলা চালানো হয়। সূচী বেগমকে নির্বাচনী বুথ থেকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে গত ৩ মে ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল বাছিদ মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম তালুকদার বাবলুর স্বাক্ষরিত চিঠিতে কাউন্সিলর মো. আনোয়ার হোসেনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সব পরিচয় থেকে তাঁকে বিরত থাকতে বলা হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হজরত আলী সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। গতকাল তাঁরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে হাজির হন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। সেখানে ভোটারদের দীর্ঘ লাইনও ছিল। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছিলেন নারী ও পুরুষ ভোটাররা। দুপুর পৌনে ১২টায় হঠাৎ করেই পাল্টে যায় দৃশ্যপট।

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমের আঙুল কেটে ফেলা মামলায় কাউন্সিলর আনোয়ার হোসেন, তাঁর ছোট ভাই শাহআলম ও জহুরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার তাঁরা আদালতে হাজির হলে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, ভাঙচুর, আঙুল কেটে ফেলা ও মারপিটের অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি সূচীর ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় কাউন্সিলর আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখ করা হয়। কিন্তু উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন তাঁরা।
অন্যদিকে, গত ৩০ জানুয়ারি ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগম এবং আওয়ামী লীগের অন্যান্য কর্মীর ওপর হামলা চালানো হয়। সূচী বেগমকে নির্বাচনী বুথ থেকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে গত ৩ মে ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল বাছিদ মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম তালুকদার বাবলুর স্বাক্ষরিত চিঠিতে কাউন্সিলর মো. আনোয়ার হোসেনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সব পরিচয় থেকে তাঁকে বিরত থাকতে বলা হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হজরত আলী সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। গতকাল তাঁরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে হাজির হন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। সেখানে ভোটারদের দীর্ঘ লাইনও ছিল। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছিলেন নারী ও পুরুষ ভোটাররা। দুপুর পৌনে ১২টায় হঠাৎ করেই পাল্টে যায় দৃশ্যপট।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৭ ঘণ্টা আগে