টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বহুতল ভবনে ভবঘুরেদের জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন এক তরুণী।
ছাত্র সমন্বয়ক পরিচয় দেওয়া মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামের ওই তরুণী আজ শনিবার সকালে ২০ জন ভবঘুরেকে নিয়ে জেলা শহরের ছোট কালীবাড়িতে তালা ভেঙে ছয়তলা ওই ভবনে ওঠেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ভবন ছেড়ে জোয়াহেরুলের পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, মারইয়াম ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়, জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাসাসহ দলের বেশ কয়েকজন নেতার বাসা ভাঙচুরে নেতৃত্ব দেন। তিনি এক্সকাভেটর বা ভেকু মেশিনের চালকের পাশে বসে ভাঙচুর কার্যক্রম পরিচালনা করেন।

জোয়াহেরুল ভবন দখলের ব্যাপারে মারইয়াম বলেন, ‘এটি জবরদখল নয়, এই বাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে না। জনগণের অর্থ লুট করে ভবন করেছে। সেই ভবনে অবহেলিত-বঞ্চিত মানুষগুলোর আবাসস্থল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই ঘোষণা দিয়েছিলাম পাগলের আশ্রম গড়ার। সেই কার্যক্রম শুরু হলো আল মোকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগল নিয়ে। তারাই এখানে বসবাস করবে।’
মারইয়াম জানান, আওয়ামী লীগের কার্যালয় ও ফজলুরের বাসা ছাত্র-জনতা ভেঙে দেওয়ার সময় জোয়াহেরুলের বাসা না ভাঙার অনুরোধ এসেছিল। তখন বাসা না ভেঙে প্রয়োজনে আশ্রম করার প্রস্তাব দেওয়া হয়। সে জন্য ভাঙা হয়নি। সেই বাসাতেই আশ্রম করা হলো। তবে কে এই প্রস্তাব দিয়েছেন, তা তিনি জানাননি।

আবাসিক এলাকায় এমন আশ্রয়কেন্দ্র স্থাপন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। এ ব্যাপারে মারইয়াম বলেন, ‘যদি স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হয়, তাহলে যারা বেশি পাগল, তাদের স্থানান্তর করে অন্য কোনো আওয়ামী লীগ নেতার বাসায় নেওয়া হবে। এই বাসায় যারা কম পাগল, তাদের রাখা হবে।’
এ বিষয়ে কথা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন জানান, কারও বাড়ি দখল করার কোনো কার্যক্রম তাঁরা নেননি। মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামের একজন নারী ছাত্র প্রতিনিধি তথা সমন্বয়ক পরিচয়ে এক আওয়ামী লীগ নেতার বাসায় ‘পাগলের আশ্রম’ করেছেন বলে তিনি শুনেছেন। তবে তাঁরা এটা কোনোভাবেই সমর্থন করেন না।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। যেহেতু ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। সেখানে ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক বলতে আর কিছু থাকে বলে তাঁর মনে হয় না। এর চেয়ে বেশি কিছু তিনি বলতে রাজি হননি।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বহুতল ভবনে ভবঘুরেদের জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন এক তরুণী।
ছাত্র সমন্বয়ক পরিচয় দেওয়া মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামের ওই তরুণী আজ শনিবার সকালে ২০ জন ভবঘুরেকে নিয়ে জেলা শহরের ছোট কালীবাড়িতে তালা ভেঙে ছয়তলা ওই ভবনে ওঠেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ভবন ছেড়ে জোয়াহেরুলের পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, মারইয়াম ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়, জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাসাসহ দলের বেশ কয়েকজন নেতার বাসা ভাঙচুরে নেতৃত্ব দেন। তিনি এক্সকাভেটর বা ভেকু মেশিনের চালকের পাশে বসে ভাঙচুর কার্যক্রম পরিচালনা করেন।

জোয়াহেরুল ভবন দখলের ব্যাপারে মারইয়াম বলেন, ‘এটি জবরদখল নয়, এই বাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে না। জনগণের অর্থ লুট করে ভবন করেছে। সেই ভবনে অবহেলিত-বঞ্চিত মানুষগুলোর আবাসস্থল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই ঘোষণা দিয়েছিলাম পাগলের আশ্রম গড়ার। সেই কার্যক্রম শুরু হলো আল মোকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগল নিয়ে। তারাই এখানে বসবাস করবে।’
মারইয়াম জানান, আওয়ামী লীগের কার্যালয় ও ফজলুরের বাসা ছাত্র-জনতা ভেঙে দেওয়ার সময় জোয়াহেরুলের বাসা না ভাঙার অনুরোধ এসেছিল। তখন বাসা না ভেঙে প্রয়োজনে আশ্রম করার প্রস্তাব দেওয়া হয়। সে জন্য ভাঙা হয়নি। সেই বাসাতেই আশ্রম করা হলো। তবে কে এই প্রস্তাব দিয়েছেন, তা তিনি জানাননি।

আবাসিক এলাকায় এমন আশ্রয়কেন্দ্র স্থাপন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। এ ব্যাপারে মারইয়াম বলেন, ‘যদি স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হয়, তাহলে যারা বেশি পাগল, তাদের স্থানান্তর করে অন্য কোনো আওয়ামী লীগ নেতার বাসায় নেওয়া হবে। এই বাসায় যারা কম পাগল, তাদের রাখা হবে।’
এ বিষয়ে কথা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন জানান, কারও বাড়ি দখল করার কোনো কার্যক্রম তাঁরা নেননি। মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামের একজন নারী ছাত্র প্রতিনিধি তথা সমন্বয়ক পরিচয়ে এক আওয়ামী লীগ নেতার বাসায় ‘পাগলের আশ্রম’ করেছেন বলে তিনি শুনেছেন। তবে তাঁরা এটা কোনোভাবেই সমর্থন করেন না।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। যেহেতু ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। সেখানে ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক বলতে আর কিছু থাকে বলে তাঁর মনে হয় না। এর চেয়ে বেশি কিছু তিনি বলতে রাজি হননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৩ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪৪ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে