প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

১ আগস্ট থেকে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় সরকারের এমন ঘোষণায় সারা দেশ থেকে ঢাকার পথে যাত্রা শুরু করছেন এসব কারখানার শ্রমিক-কর্মচারীরা। কিন্তু কঠোর লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ, অটোরিকশায় ঢাকার উদ্দেশে পাড়ি জমাচ্ছেন।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরেজমিনে দেখা গেছে, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলার এমন বহু দৃশ্য। খোলা ট্রাক বা পিকআপে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, গাদাগাদি করে দাঁড়িয়ে নারী-পুরুষ ঢাকায় ছুটছেন। হঠাৎ কারখানা খুলে দেওয়ার ঘোষণায় শ্রমিকেরা এমন বিপাকে পড়েছেন।
সিরাজগঞ্জ থেকে ট্রাকে আসা নারী শ্রমিক আয়েশা বেগম জানান, রাতে জানতে পেরেছেন রোববার থেকে তাঁদের কারখানা চালু হবে। এ জন্য উপায় না পেয়ে তিনি ট্রাকে রওনা হয়েছেন। বাইপাইলে তাঁদের কারখানার আরও কয়েকজন সহকর্মীও তাঁর সঙ্গে ট্রাকে রয়েছেন বলে জানান তিনি।
সালাম কাদের ও আমিনুর নামের দুই যাত্রী বলেন, অন্য কোনো উপায় না পেয়ে তাঁরা বেশি ভাড়ায় পিকআপের যাত্রী হয়েছেন। যেকোনো উপায়ে শনিবারের মধ্যে কারখানায় পৌঁছাতে হবে বলে জীবনের ঝুঁকি থাকলে এভাবে যেতে হচ্ছে বলে মন্তব্য তাঁদের।
এ প্রসঙ্গে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হকের সঙ্গে কথা হলে তিনি ট্রাক-পিকআপে যাত্রী যাওয়ার কথা স্বীকার করে বলেন, যাত্রীবাহী যানবাহন বন্ধ আছে এবং হঠাৎ করে কারখানা খুলে দেওয়ার ঘোষণা হয়েছে। সে জন্য তাঁরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার দিকে ছুটছেন। তবে এ বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও তিনি জানান।

১ আগস্ট থেকে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় সরকারের এমন ঘোষণায় সারা দেশ থেকে ঢাকার পথে যাত্রা শুরু করছেন এসব কারখানার শ্রমিক-কর্মচারীরা। কিন্তু কঠোর লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ, অটোরিকশায় ঢাকার উদ্দেশে পাড়ি জমাচ্ছেন।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরেজমিনে দেখা গেছে, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলার এমন বহু দৃশ্য। খোলা ট্রাক বা পিকআপে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, গাদাগাদি করে দাঁড়িয়ে নারী-পুরুষ ঢাকায় ছুটছেন। হঠাৎ কারখানা খুলে দেওয়ার ঘোষণায় শ্রমিকেরা এমন বিপাকে পড়েছেন।
সিরাজগঞ্জ থেকে ট্রাকে আসা নারী শ্রমিক আয়েশা বেগম জানান, রাতে জানতে পেরেছেন রোববার থেকে তাঁদের কারখানা চালু হবে। এ জন্য উপায় না পেয়ে তিনি ট্রাকে রওনা হয়েছেন। বাইপাইলে তাঁদের কারখানার আরও কয়েকজন সহকর্মীও তাঁর সঙ্গে ট্রাকে রয়েছেন বলে জানান তিনি।
সালাম কাদের ও আমিনুর নামের দুই যাত্রী বলেন, অন্য কোনো উপায় না পেয়ে তাঁরা বেশি ভাড়ায় পিকআপের যাত্রী হয়েছেন। যেকোনো উপায়ে শনিবারের মধ্যে কারখানায় পৌঁছাতে হবে বলে জীবনের ঝুঁকি থাকলে এভাবে যেতে হচ্ছে বলে মন্তব্য তাঁদের।
এ প্রসঙ্গে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হকের সঙ্গে কথা হলে তিনি ট্রাক-পিকআপে যাত্রী যাওয়ার কথা স্বীকার করে বলেন, যাত্রীবাহী যানবাহন বন্ধ আছে এবং হঠাৎ করে কারখানা খুলে দেওয়ার ঘোষণা হয়েছে। সে জন্য তাঁরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার দিকে ছুটছেন। তবে এ বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও তিনি জানান।

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
৯ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
১৯ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২০ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
৪৪ মিনিট আগে