সিলেট প্রতিনিধি

সিলেটে বেপরোয়া বাসের ধাক্কায় পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় সদস্য আহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাসের সুপারভাইজারকে র্যাব এবং চালক ও তার সহকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশ।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর সুপারভাইজারকে আজ পাঠানো হবে।
পুলিশের হাতে গ্রেপ্তার দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পৈরতলা গ্রামের মৃত কান্তি চন্দ্র দেবের ছেলে ও বাসচালক বাবুল চন্দ্র দেব (৪৯) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে চালকের সহকারী এরশাদ হোসেন (৪২)। তাদের বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের বাহুবল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আর শুক্রবার বাসের সুপারভাইজার জয়নাল মিয়াকে (৪০) কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯। তিনি ওই জেলার বাসিন্দা।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের তেমুখী পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ নামে একটি বাস বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে পার্কিংরত পুলিশের পিকআপ ভ্যান এবং পুলিশ কর্মকর্তা-সদস্যদের চাপা দেয়। এতে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয়জন সদস্য গুরুতর আহত হন এবং পুলিশের পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই বাসটির চালক, সহকারী ও সুপারভাইজার পালিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এসএমপির জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

সিলেটে বেপরোয়া বাসের ধাক্কায় পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় সদস্য আহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাসের সুপারভাইজারকে র্যাব এবং চালক ও তার সহকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশ।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর সুপারভাইজারকে আজ পাঠানো হবে।
পুলিশের হাতে গ্রেপ্তার দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পৈরতলা গ্রামের মৃত কান্তি চন্দ্র দেবের ছেলে ও বাসচালক বাবুল চন্দ্র দেব (৪৯) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে চালকের সহকারী এরশাদ হোসেন (৪২)। তাদের বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের বাহুবল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আর শুক্রবার বাসের সুপারভাইজার জয়নাল মিয়াকে (৪০) কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯। তিনি ওই জেলার বাসিন্দা।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের তেমুখী পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ নামে একটি বাস বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে পার্কিংরত পুলিশের পিকআপ ভ্যান এবং পুলিশ কর্মকর্তা-সদস্যদের চাপা দেয়। এতে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয়জন সদস্য গুরুতর আহত হন এবং পুলিশের পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই বাসটির চালক, সহকারী ও সুপারভাইজার পালিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এসএমপির জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২২ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৭ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৮ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে