সিলেট প্রতিনিধি

‘সেতুটি এমনিতে সরু। একসঙ্গে দুই পাশের গাড়ি চলাচল করতে পারে না। এখন সেতুর রেলিং ভেঙে গেছে। সেতুর উত্তর পাশের একটি অংশ দেবে গেছে। সেখানে পাটাতন দিয়ে কার্পেটিং করা হলেও সেই পাটাতন ভেঙে গেছে। গাড়ি উঠলে সেতু কাঁপে। খুব ঝুঁকি নিয়ে যাত্রীবাহী গাড়ি এই সেতু দিয়ে পার হয়।’
কথাগুলো বলছিলেন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের লেগুনা চালক আশিক মিয়া। এই সেতুর অবস্থান সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায়।
মেয়াদোত্তীর্ণ সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ‘সাবধান, ঝুঁকিপূর্ণ সরু সেতু, ধীরে চলুন’ লেখা সংবলিত সাইনবোর্ড টাঙিয়ে দায় সেরেছে সিলেট সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ। সড়কটি দিয়ে প্রতিদিন দূরপাল্লার অন্তত পাঁচ হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলসহ সিলেটের সঙ্গে যোগাযোগের এটিই অন্যতম সড়ক।
জান যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় ‘চান মিয়ার খাল’ হিসেবে পরিচিত ওই খালের ওপর মেয়াদোত্তীর্ণ এই সেতুতে গেল কয়েক দিন আগে সেতুর টপস্লেব, গার্ডারে ফাটল ও সেতুর একটি অংশের পাটাতন ভেঙে গেলে তা কার্পেটিং করে মেরামত করে সড়ক ও জনপথ বিভাগ।
সরেজমিনে দেখা যায়, সেতুর একটি অংশে পাটাতন দেওয়া। সেতুর একপাশের রেলিং ভেঙে গেছে। দেবে গেছে উত্তর পাশের একটি অংশ। গাড়ি উঠলে সেতুটি কাঁপে। এ ছাড়া গাড়ি চলাচল করছে একপাশ দিয়ে।
সড়ক দিয়ে চলাচলকারী কটালপুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইয়াছিন (৪৫) বলেন, ‘সরু সেতুটি দ্রুত সংস্কার করে আরেকটি নতুন সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।’
মিনিবাস চালক জাহেদ আহমদ বলেন, ‘সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। কখন কি হয় বলাতো যায় না। সেতুর রেলিং ভেঙে পড়েছে ও এক পাশ দেবে গেছে। যেকোনো সময় দ্রুত গতির কোনো ওভারলোড করা গাড়ি আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
সিলেট সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান বলেন, ‘সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য মন্ত্রণালয়ে নকশা (ডিজাইন) পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হলে টেন্ডারের মাধ্যমে পুরোনো এই সেতু ভেঙে নতুন একটি সেতু নির্মাণ করা হবে।’

‘সেতুটি এমনিতে সরু। একসঙ্গে দুই পাশের গাড়ি চলাচল করতে পারে না। এখন সেতুর রেলিং ভেঙে গেছে। সেতুর উত্তর পাশের একটি অংশ দেবে গেছে। সেখানে পাটাতন দিয়ে কার্পেটিং করা হলেও সেই পাটাতন ভেঙে গেছে। গাড়ি উঠলে সেতু কাঁপে। খুব ঝুঁকি নিয়ে যাত্রীবাহী গাড়ি এই সেতু দিয়ে পার হয়।’
কথাগুলো বলছিলেন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের লেগুনা চালক আশিক মিয়া। এই সেতুর অবস্থান সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায়।
মেয়াদোত্তীর্ণ সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ‘সাবধান, ঝুঁকিপূর্ণ সরু সেতু, ধীরে চলুন’ লেখা সংবলিত সাইনবোর্ড টাঙিয়ে দায় সেরেছে সিলেট সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ। সড়কটি দিয়ে প্রতিদিন দূরপাল্লার অন্তত পাঁচ হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলসহ সিলেটের সঙ্গে যোগাযোগের এটিই অন্যতম সড়ক।
জান যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় ‘চান মিয়ার খাল’ হিসেবে পরিচিত ওই খালের ওপর মেয়াদোত্তীর্ণ এই সেতুতে গেল কয়েক দিন আগে সেতুর টপস্লেব, গার্ডারে ফাটল ও সেতুর একটি অংশের পাটাতন ভেঙে গেলে তা কার্পেটিং করে মেরামত করে সড়ক ও জনপথ বিভাগ।
সরেজমিনে দেখা যায়, সেতুর একটি অংশে পাটাতন দেওয়া। সেতুর একপাশের রেলিং ভেঙে গেছে। দেবে গেছে উত্তর পাশের একটি অংশ। গাড়ি উঠলে সেতুটি কাঁপে। এ ছাড়া গাড়ি চলাচল করছে একপাশ দিয়ে।
সড়ক দিয়ে চলাচলকারী কটালপুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইয়াছিন (৪৫) বলেন, ‘সরু সেতুটি দ্রুত সংস্কার করে আরেকটি নতুন সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।’
মিনিবাস চালক জাহেদ আহমদ বলেন, ‘সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। কখন কি হয় বলাতো যায় না। সেতুর রেলিং ভেঙে পড়েছে ও এক পাশ দেবে গেছে। যেকোনো সময় দ্রুত গতির কোনো ওভারলোড করা গাড়ি আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
সিলেট সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান বলেন, ‘সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য মন্ত্রণালয়ে নকশা (ডিজাইন) পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হলে টেন্ডারের মাধ্যমে পুরোনো এই সেতু ভেঙে নতুন একটি সেতু নির্মাণ করা হবে।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৬ ঘণ্টা আগে