সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ এবং বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে সাবেক এই এমপির জামিন আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদ। তিনি জানান, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনা আজকে আদালত এই সাবেক এমপির জামিন মঞ্জুর করেন।
৮ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাঁকে। তিনি ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের বাস স্টেশনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলার তিন নম্বর আসামি ছিলেন।
৯ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাঁকে কারাগারে পাঠান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। ২০ অক্টোবর শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ বৃহস্পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ ও বয়স্ক বিবেচনায় তাঁকে জামিন দেওয়ার আবেদন করেন।
আইনজীবী নজরুল ইসলাম ও খায়রুল কবির রুমেন জানান, তাঁরা আদালতকে জানিয়েছেন জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্য রোগেও ভুগছেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ এবং বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে সাবেক এই এমপির জামিন আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদ। তিনি জানান, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনা আজকে আদালত এই সাবেক এমপির জামিন মঞ্জুর করেন।
৮ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাঁকে। তিনি ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের বাস স্টেশনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলার তিন নম্বর আসামি ছিলেন।
৯ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাঁকে কারাগারে পাঠান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। ২০ অক্টোবর শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ বৃহস্পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ ও বয়স্ক বিবেচনায় তাঁকে জামিন দেওয়ার আবেদন করেন।
আইনজীবী নজরুল ইসলাম ও খায়রুল কবির রুমেন জানান, তাঁরা আদালতকে জানিয়েছেন জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্য রোগেও ভুগছেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১০ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে