নিজস্ব প্রতিবেদক, সিলেট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে, তাঁদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাঁরা এ দাবি জানান। সকালে সিলেট নগরের মেন্দিবাগ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. রফিক উদ্দীন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আকরম আলী। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. রফিক উদ্দীন গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফেসবুক পোস্টে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী লেখেন, ‘স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে আজ বাদ জোহর হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.), হজরত বোরহান উদ্দিনের (রহ.) মাজারসহ সিলেট মহানগরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে, তাঁদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাঁরা এ দাবি জানান। সকালে সিলেট নগরের মেন্দিবাগ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. রফিক উদ্দীন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আকরম আলী। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. রফিক উদ্দীন গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফেসবুক পোস্টে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী লেখেন, ‘স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে আজ বাদ জোহর হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.), হজরত বোরহান উদ্দিনের (রহ.) মাজারসহ সিলেট মহানগরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে