সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। এ সময় আসা চার যাত্রীকে আটক করা হয়। আজ সোমবার সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে থেকে তাঁদের আটক করা হয়।
সিলেট কাস্টমস এর উপকমিশনার মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় আটককৃতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জের শেখ মাওলানা আব্দুল জলিলের ছেলে মো. জাহিদ (৩২), সিলেটের কানাইঘাটের কায়স্তগ্রাম এলাকার আব্দুল আহাদের ছেলে মকবুল আলী (৪২), কানাইঘাটের কেউটি হাওর এলাকার মন্তাজ আলীর ছেলে বশির উদ্দিন (৬২) ও কানাইঘাটের বাশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ (২৮)।
কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন বলেন, সকাল ৯টায় ফ্লাইটটি অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন ওই ফ্লাইটে আসা যাত্রীদের কেউ বড় স্বর্ণের চালান নিয়ে এসেছেন। যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটককৃতদের গতিবিধি সন্দেহজনক মনে করে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেহ ও লাগেজ তল্লাশি করে একটি জুসার মেশিন ও আয়রনে লুকানো অবস্থায় ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
আল আমিন বলেন, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের দায়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তারা আরও জানান, স্বর্ণ চোরাচালানবিরোধী শুল্কগোয়েন্দা ও কাস্টমস বিভাগ কাজ করছে। যারাই অবৈধভাবে স্বর্ণের চালান নিয়ে আসছেন তাঁদের আটক করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওসমানী বিমানবন্দর দিয়ে প্রায়ই অবৈধপথে স্বর্ণ দেশে আসছে। এর আগে গত ৮ নভেম্বর দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৮টি বার ও একটি স্বর্ণের চাকতিসহ ছয় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৮ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১৮ মিনিট আগে