সিলেট প্রতিনিধি

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। এ সময় আসা চার যাত্রীকে আটক করা হয়। আজ সোমবার সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে থেকে তাঁদের আটক করা হয়।
সিলেট কাস্টমস এর উপকমিশনার মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় আটককৃতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জের শেখ মাওলানা আব্দুল জলিলের ছেলে মো. জাহিদ (৩২), সিলেটের কানাইঘাটের কায়স্তগ্রাম এলাকার আব্দুল আহাদের ছেলে মকবুল আলী (৪২), কানাইঘাটের কেউটি হাওর এলাকার মন্তাজ আলীর ছেলে বশির উদ্দিন (৬২) ও কানাইঘাটের বাশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ (২৮)।
কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন বলেন, সকাল ৯টায় ফ্লাইটটি অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন ওই ফ্লাইটে আসা যাত্রীদের কেউ বড় স্বর্ণের চালান নিয়ে এসেছেন। যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটককৃতদের গতিবিধি সন্দেহজনক মনে করে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেহ ও লাগেজ তল্লাশি করে একটি জুসার মেশিন ও আয়রনে লুকানো অবস্থায় ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
আল আমিন বলেন, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের দায়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তারা আরও জানান, স্বর্ণ চোরাচালানবিরোধী শুল্কগোয়েন্দা ও কাস্টমস বিভাগ কাজ করছে। যারাই অবৈধভাবে স্বর্ণের চালান নিয়ে আসছেন তাঁদের আটক করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওসমানী বিমানবন্দর দিয়ে প্রায়ই অবৈধপথে স্বর্ণ দেশে আসছে। এর আগে গত ৮ নভেম্বর দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৮টি বার ও একটি স্বর্ণের চাকতিসহ ছয় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। এ সময় আসা চার যাত্রীকে আটক করা হয়। আজ সোমবার সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে থেকে তাঁদের আটক করা হয়।
সিলেট কাস্টমস এর উপকমিশনার মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় আটককৃতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জের শেখ মাওলানা আব্দুল জলিলের ছেলে মো. জাহিদ (৩২), সিলেটের কানাইঘাটের কায়স্তগ্রাম এলাকার আব্দুল আহাদের ছেলে মকবুল আলী (৪২), কানাইঘাটের কেউটি হাওর এলাকার মন্তাজ আলীর ছেলে বশির উদ্দিন (৬২) ও কানাইঘাটের বাশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ (২৮)।
কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন বলেন, সকাল ৯টায় ফ্লাইটটি অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন ওই ফ্লাইটে আসা যাত্রীদের কেউ বড় স্বর্ণের চালান নিয়ে এসেছেন। যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটককৃতদের গতিবিধি সন্দেহজনক মনে করে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেহ ও লাগেজ তল্লাশি করে একটি জুসার মেশিন ও আয়রনে লুকানো অবস্থায় ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
আল আমিন বলেন, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের দায়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তারা আরও জানান, স্বর্ণ চোরাচালানবিরোধী শুল্কগোয়েন্দা ও কাস্টমস বিভাগ কাজ করছে। যারাই অবৈধভাবে স্বর্ণের চালান নিয়ে আসছেন তাঁদের আটক করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওসমানী বিমানবন্দর দিয়ে প্রায়ই অবৈধপথে স্বর্ণ দেশে আসছে। এর আগে গত ৮ নভেম্বর দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৮টি বার ও একটি স্বর্ণের চাকতিসহ ছয় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৬ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৬ ঘণ্টা আগে