Ajker Patrika

মেছোবাঘের আক্রমণে খামারের ৫৩০টি হাঁস মারা গেছে 

প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২১, ১১: ৩৬
মেছোবাঘের আক্রমণে খামারের ৫৩০টি হাঁস মারা গেছে 

ফেঞ্চুগঞ্জ, (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জে হাঁসের খামারে মেছোবাঘের আক্রমণে ৫৩০টি হাঁস মারা গেছে। উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। খামারের সবকটি হাঁস মারা যাওয়ায় পথে বসেছেন খামারি ছাখন মিয়া।

জানা যায়, দশ বছর ধরে নিজ বাড়িতে হাঁসের খামার করে নিজের সংসার চালান ছাখন মিয়া। হাঁসের ডিম বিক্রি করে সংসারের যাবতীয় খরচসহ হাঁসের খাবার কিনতেন। প্রথমে ৫০টি হাঁস দিয়ে খামার শুরু করলে দিনে দিনে খামারে হাঁসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বাবুল মিয়া, আব্দুল হালিম ও সবুজ আহমদ জানান, গত বৃহস্পতিবার ভোরে খামারে এসে ছাখন মিয়া দেখতে পান সব কটি হাঁস মৃত পড়ে আছে। চোখের সামনে নিজের লালন-পালন করা মৃত হাঁস দেখে কান্নায় ভেঙে পড়েন ছাখন। মৃত সব কটি হাঁসের গলায় কামড়ের দাগ দেখা যায়।

ছাখন মিয়া বলেন, `আমি গরিব মানুষ। খামার হলো আমার সম্বল। মেছোবাঘের কামড়ে আমার খামারের সব হাঁস মারা গেছে। এখন আমি কী করব বলে' কান্নায় ভেঙে পড়েন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত