Ajker Patrika

সিলেটে দুজনের মৃত্যুর দিনে শনাক্ত ৫৩ জন

প্রতিনিধি, সিলেট
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩২
সিলেটে দুজনের মৃত্যুর দিনে শনাক্ত ৫৩ জন

সিলেটে কমতে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ও শনাক্তের হার ৭ শতাংশের নিচে রয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এই হার একই ছিল। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৫৩ জন। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ৮১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ৬ দশমিক ৩৯ শতাংশ। 

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১১ জন ও হবিগঞ্জে স৭ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৮৭৭। এর মধ্যে সিলেটে ৩৩ হাজার ১১৬ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৬ হাজার ১৯৫ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৯৫১ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫৬৫ জন রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মৃত্যু হয়েছে দুজনের। তাঁরা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১ হাজার ১২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৩৩ জন। সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন। 

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৮৬ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। আর বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ১১১ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত