বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর মাঝখানে কিছুদিন নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
তিনি বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইমেজ সৃষ্টিতে বদ্ধপরিকর। সুষ্ঠু ভোট করতে সর্বশক্তি নিয়োগ করা হবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে।’
আজ রোববার সকালে সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ইসি আনিছুর রহমান।
নির্বাচন কমিশনার বলেন, ‘১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। আমরা সবকিছুতে সাংবিধানিক দায়িত্ব নিয়ে করব। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।’
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘ইভিএম মেশিনে কোনো ত্রুটি নেই বলে পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞজনেরা অবহিত করেছেন। এই মেশিনের সবকিছু যেকোনো সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। ভোট শুরুর পর শূন্য থেকে গণনা হচ্ছে কি না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, অফিসার ইনচার্জ হিল্লোল রায়, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে।

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর মাঝখানে কিছুদিন নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
তিনি বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইমেজ সৃষ্টিতে বদ্ধপরিকর। সুষ্ঠু ভোট করতে সর্বশক্তি নিয়োগ করা হবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে।’
আজ রোববার সকালে সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ইসি আনিছুর রহমান।
নির্বাচন কমিশনার বলেন, ‘১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। আমরা সবকিছুতে সাংবিধানিক দায়িত্ব নিয়ে করব। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।’
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘ইভিএম মেশিনে কোনো ত্রুটি নেই বলে পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞজনেরা অবহিত করেছেন। এই মেশিনের সবকিছু যেকোনো সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। ভোট শুরুর পর শূন্য থেকে গণনা হচ্ছে কি না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, অফিসার ইনচার্জ হিল্লোল রায়, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে