জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাকি না দেওয়ার এক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ওই দোকানের বাবা ও ছেলে আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (কোনাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জগন্নাথপুর থানায় ওই দোকান মালিক কুহিনূর রহমান লিখিত অভিযোগ করেছেন। হামলায় দোকান মালিক কুহিনূর ও তাঁর বাবা আব্দুল সামাদকে (৬৫) আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিবপুর (কোনাপাড়া) এলাকায় সামাদ ভ্যারাইটিজ স্টোর নামক দোকানের মালিক কুহিনূর রহমানের সঙ্গে হবিবপুর (কিশোরপুর) এলাকার জাকওয়ান মিয়ার বাকি দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায় জাকওয়ানের বাবা ও ভাইসহ ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালান। এতে দোকানের বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়।
দোকান মালিক কুহিনূর আজকের পত্রিকাকে বলেন, ‘জাকাওয়ানের মাকে বাকি না দেওয়া তাঁরা বাপ-ছেলেরা মিলে আমার দোকানে হামলা চালায়। হামলাকারী দিলু মিয়া ও তাঁর ছেলে জাকওয়ান, জিন্নাহ, জইন, জিলাল আমার দোকানের লাখ টাকার মালামাল ভাঙচুরসহ ক্যাশে থাকা বিকাশের নগদ এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়।’
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, ‘অপরাধী যেই হোক তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না। আমার ওয়ার্ডে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ কোনো ধরনের অপরাধের ঠাঁই আমি দেব না।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার সহকারী উপপরিদর্শক ভোলা নাথ সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাকি না দেওয়ার এক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ওই দোকানের বাবা ও ছেলে আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (কোনাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জগন্নাথপুর থানায় ওই দোকান মালিক কুহিনূর রহমান লিখিত অভিযোগ করেছেন। হামলায় দোকান মালিক কুহিনূর ও তাঁর বাবা আব্দুল সামাদকে (৬৫) আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিবপুর (কোনাপাড়া) এলাকায় সামাদ ভ্যারাইটিজ স্টোর নামক দোকানের মালিক কুহিনূর রহমানের সঙ্গে হবিবপুর (কিশোরপুর) এলাকার জাকওয়ান মিয়ার বাকি দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায় জাকওয়ানের বাবা ও ভাইসহ ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালান। এতে দোকানের বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়।
দোকান মালিক কুহিনূর আজকের পত্রিকাকে বলেন, ‘জাকাওয়ানের মাকে বাকি না দেওয়া তাঁরা বাপ-ছেলেরা মিলে আমার দোকানে হামলা চালায়। হামলাকারী দিলু মিয়া ও তাঁর ছেলে জাকওয়ান, জিন্নাহ, জইন, জিলাল আমার দোকানের লাখ টাকার মালামাল ভাঙচুরসহ ক্যাশে থাকা বিকাশের নগদ এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়।’
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, ‘অপরাধী যেই হোক তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না। আমার ওয়ার্ডে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ কোনো ধরনের অপরাধের ঠাঁই আমি দেব না।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার সহকারী উপপরিদর্শক ভোলা নাথ সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে