প্রতিনিধি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার মৌসুমে প্রতিবছরই শ্রমিক সমস্যায় ভোগেন কৃষকরা। সংকট কাটাতে সরকারি উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে হারভেস্টর মেশিনের। কিন্তু এতেও শান্তি ফেরেনি কৃষকের ঘরে। জেলার ২৩৮ টি হারভেস্টর মেশিনের ৫১ টি-ই বিকল। সংশ্লিষ্ট কোম্পানীগুলো সেবা দিচ্ছে না বলে জানান অনেকেই। আবার হারভেস্টর মেশিন মালিকরা ধান কাটতে বেশি টাকা নিচ্ছে বলেও অভিযোগও উঠেছে হাওর এলাকায়।
জেলার শাল্লা উপজেলার ফয়জুল্লাপুরের বাসিন্দা কৃষক লালচান মিয়া ও আনিছুর রহমান মিলে ৩ বছর আগে সাড়ে ৫ লাখ টাকায় একটি হারভেস্টর মেশিন কিনেন।
লালচান মিয়া জানান, দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি হারভেস্টর মেশিন কিনেছেন। প্রথম বছর সামান্য কিছু বোরো জমির ধান কাটা হয়। এরপরই মেশিনটি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে হারভেস্টর চালককে বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে।
আনিছুর রহমান জানান, মেশিনটি নষ্ট হওয়ার পর কোম্পানীর সঙ্গে যোগাযোগ করলে তারা একজন প্রকৌশলীকে পাঠান। কিন্তু সে মেরামত করতে পারেনি।
এসিআইয়ের দিরাই উপজেলা পরিবেশক কৃষ্ণ রায় জানান, লালচান মিয়ার হারভেস্টর মেশিন কাজ করছে না এমন কথা আমাদের জানানো হয়নি। জানালে অবশ্যই আমরা মেরামত করে দেওয়ার ব্যবস্থা করবো। এখন যেহেতু শুনেছি, তিনি না বললেও আমরা যোগাযোগ করে এটি মেরামত করে দেব।
এ ছাড়াও জেলাজুড়ে বিভিন্ন কোম্পানীর ৫১টি হারভেস্টর মেশিন কাজ করছে না বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই সুযোগে ভালো থাকা হারভেস্টর মেশিন মালিকরা ধান কাটতে বেশি টাকা নিচ্ছেন বলে অভিযোগও উঠেছে।
তাহিরপুরের শনির হাওরপাড়ের বড় কৃষক হাফিজ উদ্দিন বলেন, একর প্রতি ধান কাটতে হারভেস্টর মেশিন ওয়ালারা ১৮শ থেকে দুই হাজার টাকা নিলে ন্যায্য হয়। অথচ তাঁরা প্রতি একর ধান কাটতে নেয় সাড়ে ৪ হাজার টাকা। এটি কিভাবে মানা যায়? এই টাকায় শ্রমিক দিয়েই ধান কাটানো সম্ভব।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, শিঘ্রই হারভেস্টর মেশিন মালিকদের ডেকে ধান কাটার মূল্য নির্ধারণ করে দেওয়া হবে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবুও যাতে তাঁরা টাকা বেশি না নেন সেই জন্য হারভেস্টর মালিকদের ডেকে অনুরোধ জানাবো।
উল্লেখ্য ধান চাষ আধুনিকায়নের জন্য এ যন্ত্রের উপর ৭০ শতাংশ ভর্তুকি দিচ্ছে সরকার।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার মৌসুমে প্রতিবছরই শ্রমিক সমস্যায় ভোগেন কৃষকরা। সংকট কাটাতে সরকারি উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে হারভেস্টর মেশিনের। কিন্তু এতেও শান্তি ফেরেনি কৃষকের ঘরে। জেলার ২৩৮ টি হারভেস্টর মেশিনের ৫১ টি-ই বিকল। সংশ্লিষ্ট কোম্পানীগুলো সেবা দিচ্ছে না বলে জানান অনেকেই। আবার হারভেস্টর মেশিন মালিকরা ধান কাটতে বেশি টাকা নিচ্ছে বলেও অভিযোগও উঠেছে হাওর এলাকায়।
জেলার শাল্লা উপজেলার ফয়জুল্লাপুরের বাসিন্দা কৃষক লালচান মিয়া ও আনিছুর রহমান মিলে ৩ বছর আগে সাড়ে ৫ লাখ টাকায় একটি হারভেস্টর মেশিন কিনেন।
লালচান মিয়া জানান, দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি হারভেস্টর মেশিন কিনেছেন। প্রথম বছর সামান্য কিছু বোরো জমির ধান কাটা হয়। এরপরই মেশিনটি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে হারভেস্টর চালককে বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে।
আনিছুর রহমান জানান, মেশিনটি নষ্ট হওয়ার পর কোম্পানীর সঙ্গে যোগাযোগ করলে তারা একজন প্রকৌশলীকে পাঠান। কিন্তু সে মেরামত করতে পারেনি।
এসিআইয়ের দিরাই উপজেলা পরিবেশক কৃষ্ণ রায় জানান, লালচান মিয়ার হারভেস্টর মেশিন কাজ করছে না এমন কথা আমাদের জানানো হয়নি। জানালে অবশ্যই আমরা মেরামত করে দেওয়ার ব্যবস্থা করবো। এখন যেহেতু শুনেছি, তিনি না বললেও আমরা যোগাযোগ করে এটি মেরামত করে দেব।
এ ছাড়াও জেলাজুড়ে বিভিন্ন কোম্পানীর ৫১টি হারভেস্টর মেশিন কাজ করছে না বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই সুযোগে ভালো থাকা হারভেস্টর মেশিন মালিকরা ধান কাটতে বেশি টাকা নিচ্ছেন বলে অভিযোগও উঠেছে।
তাহিরপুরের শনির হাওরপাড়ের বড় কৃষক হাফিজ উদ্দিন বলেন, একর প্রতি ধান কাটতে হারভেস্টর মেশিন ওয়ালারা ১৮শ থেকে দুই হাজার টাকা নিলে ন্যায্য হয়। অথচ তাঁরা প্রতি একর ধান কাটতে নেয় সাড়ে ৪ হাজার টাকা। এটি কিভাবে মানা যায়? এই টাকায় শ্রমিক দিয়েই ধান কাটানো সম্ভব।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, শিঘ্রই হারভেস্টর মেশিন মালিকদের ডেকে ধান কাটার মূল্য নির্ধারণ করে দেওয়া হবে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবুও যাতে তাঁরা টাকা বেশি না নেন সেই জন্য হারভেস্টর মালিকদের ডেকে অনুরোধ জানাবো।
উল্লেখ্য ধান চাষ আধুনিকায়নের জন্য এ যন্ত্রের উপর ৭০ শতাংশ ভর্তুকি দিচ্ছে সরকার।

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে