সুনামগঞ্জ প্রতিনিধি

কৃষি নির্ভরশীল জেলা সুনামগঞ্জ। জেলার ৭৬ শতাংশ মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। বছরের এই সময়টাতে শুরু হয়ে যায় বোরো আবাদের প্রস্তুতি। ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই বোরো চাষাবাদ শেষ করার তাগিদে কাজ করছেন কৃষক-কৃষাণীরা। কারণ সুনামগঞ্জে প্রতিবছরই মার্চের মাঝামাঝি সময়ে আগাম বন্যার শঙ্কা থাকে। আর এই আগাম বন্যার শঙ্কা মাথায় নিয়েই কৃষকেরা চাষাবাদ করেন।
জানা যায়, বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই বোরো আবাদে কিছুটা বিলম্ব হচ্ছে। অন্যদিকে, হাওর থেকে পানি নামতে বিলম্ব হওয়ায় বীজতলা তৈরিতে বিলম্বিত হয়। এত সবকিছুর পরেও বসে নেই হাওরাঞ্চলের কৃষক-কৃষাণীরা। তীব্র শীত উপেক্ষা করে পুরোদমে কাজ করছেন তাঁরা। কাক ডাকা ভোর থেকে কৃষকেরা মাঠে কাজ শুরু করেন। কেউ বীজতলা তৈরিতে কেউবা জমিতে হালচাষে ব্যস্ত থাকেন।
অপরদিকে, চাষাবাদ করার সময়কালে দেখা দেয় শ্রমিক সংকট। বাড়তি অর্থ দিয়ে শ্রমিক আনতে হয়। এ বছর যোগ হয়েছে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে এবার উৎপাদন খরচও বাড়বে। কারণ চাষাবাদ এখন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। জমিতে সেচ দেওয়া, ধান কাটা-মাড়াইও ডিজেল এবং কেরোসিনের ওপর নির্ভরশীল। এমন অবস্থায় উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় রয়েছেন চাষিরা। ধানের দাম না বাড়লে তাঁদের লোকসানে পড়তে হবে।
জেলার বিশ্বম্ভরপুরের রাধানগর গ্রামের কৃষক জুয়েল আহমদ বলেন, আমরা এ বছর চাষাবাদ করতাছি। কিন্তু খরছ বেশি হচ্ছে। তাই আমরা চাই ধানের ন্যায্য ধাম উঠুক। তবেই আমাদের উৎপাদন খরছ উঠে আসবে।
সুনামগঞ্জের দরিয়াবাজার গ্রামের আব্দুল বাতেন বলেন, এবার নির্বাচনের কারণে আবাদের কাজ পিছিয়ে গেছে। তাই বাড়তি শ্রমিক ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে চাষাবাদ শুরু করেছি।
এ বিষয়ে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, আমরা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাব যাতে ধানের মূল্য বাড়ানো হয়। যাতে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে কৃষকেরা লোকসানে না পড়েন। একই সঙ্গে ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্যও আমরা দাবি জানাব।
চলতি বছর নির্বাচন ও হাওর থেকে পানি দেরিতে নামায় চাষাবাদে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফরিদুল হাসান বলেন, হাওর থেকে পানি নামতে দেরি হলেও চাষাবাদে কোনো প্রভাব পড়বে না। সঠিক সময়েই চাষাবাদ শেষ হবে।
উপপরিচালক আরও বলেন, চলতি বছর সুনামগঞ্জে ২ লাখ ২২ হাজার ৬৬৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি নির্ভরশীল জেলা সুনামগঞ্জ। জেলার ৭৬ শতাংশ মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। বছরের এই সময়টাতে শুরু হয়ে যায় বোরো আবাদের প্রস্তুতি। ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই বোরো চাষাবাদ শেষ করার তাগিদে কাজ করছেন কৃষক-কৃষাণীরা। কারণ সুনামগঞ্জে প্রতিবছরই মার্চের মাঝামাঝি সময়ে আগাম বন্যার শঙ্কা থাকে। আর এই আগাম বন্যার শঙ্কা মাথায় নিয়েই কৃষকেরা চাষাবাদ করেন।
জানা যায়, বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই বোরো আবাদে কিছুটা বিলম্ব হচ্ছে। অন্যদিকে, হাওর থেকে পানি নামতে বিলম্ব হওয়ায় বীজতলা তৈরিতে বিলম্বিত হয়। এত সবকিছুর পরেও বসে নেই হাওরাঞ্চলের কৃষক-কৃষাণীরা। তীব্র শীত উপেক্ষা করে পুরোদমে কাজ করছেন তাঁরা। কাক ডাকা ভোর থেকে কৃষকেরা মাঠে কাজ শুরু করেন। কেউ বীজতলা তৈরিতে কেউবা জমিতে হালচাষে ব্যস্ত থাকেন।
অপরদিকে, চাষাবাদ করার সময়কালে দেখা দেয় শ্রমিক সংকট। বাড়তি অর্থ দিয়ে শ্রমিক আনতে হয়। এ বছর যোগ হয়েছে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে এবার উৎপাদন খরচও বাড়বে। কারণ চাষাবাদ এখন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। জমিতে সেচ দেওয়া, ধান কাটা-মাড়াইও ডিজেল এবং কেরোসিনের ওপর নির্ভরশীল। এমন অবস্থায় উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় রয়েছেন চাষিরা। ধানের দাম না বাড়লে তাঁদের লোকসানে পড়তে হবে।
জেলার বিশ্বম্ভরপুরের রাধানগর গ্রামের কৃষক জুয়েল আহমদ বলেন, আমরা এ বছর চাষাবাদ করতাছি। কিন্তু খরছ বেশি হচ্ছে। তাই আমরা চাই ধানের ন্যায্য ধাম উঠুক। তবেই আমাদের উৎপাদন খরছ উঠে আসবে।
সুনামগঞ্জের দরিয়াবাজার গ্রামের আব্দুল বাতেন বলেন, এবার নির্বাচনের কারণে আবাদের কাজ পিছিয়ে গেছে। তাই বাড়তি শ্রমিক ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে চাষাবাদ শুরু করেছি।
এ বিষয়ে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, আমরা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাব যাতে ধানের মূল্য বাড়ানো হয়। যাতে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে কৃষকেরা লোকসানে না পড়েন। একই সঙ্গে ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্যও আমরা দাবি জানাব।
চলতি বছর নির্বাচন ও হাওর থেকে পানি দেরিতে নামায় চাষাবাদে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফরিদুল হাসান বলেন, হাওর থেকে পানি নামতে দেরি হলেও চাষাবাদে কোনো প্রভাব পড়বে না। সঠিক সময়েই চাষাবাদ শেষ হবে।
উপপরিচালক আরও বলেন, চলতি বছর সুনামগঞ্জে ২ লাখ ২২ হাজার ৬৬৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুস আলী (৩২)। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার...
১০ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জনের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সাবেক মন্ত্রী, মেয়র, কাউন্সিলরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যেমন আছেন, একইভাবে আছেন বিএনপির নেতা, সনাতনী...
১৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
৪০ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১ ঘণ্টা আগে